আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে কক্সবাজারের টেকনাফে পূবালী ব্যাংক পিএলসির ৫১৫তম শাখা গতকাল উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: শাহনেওয়াজ খান, চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুর রহিম এবং উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মো: রবিউল আলম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: শাহেদ আলী ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং জনগণের সঞ্চয় ও বিনিয়োগ কার্যক্রমকে এগিয়ে নিতে ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকনাফ অঞ্চলে পূবালী ব্যাংকের নতুন শাখা চালুর মাধ্যমে স্থানীয় জনগণ আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবে। এই শাখার মাধ্যমে সঞ্চয়, ঋণ, রেমিট্যান্স ও অন্যান্য আর্থিক সেবায় নতুন গতি সঞ্চার হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



