পূবালী ব্যাংক পিএলসির টেকনাফ শাখা উদ্বোধন

Printed Edition

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে কক্সবাজারের টেকনাফে পূবালী ব্যাংক পিএলসির ৫১৫তম শাখা গতকাল উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: শাহনেওয়াজ খান, চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুর রহিম এবং উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মো: রবিউল আলম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: শাহেদ আলী ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং জনগণের সঞ্চয় ও বিনিয়োগ কার্যক্রমকে এগিয়ে নিতে ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকনাফ অঞ্চলে পূবালী ব্যাংকের নতুন শাখা চালুর মাধ্যমে স্থানীয় জনগণ আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবে। এই শাখার মাধ্যমে সঞ্চয়, ঋণ, রেমিট্যান্স ও অন্যান্য আর্থিক সেবায় নতুন গতি সঞ্চার হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।