ভিআইপি ভিড়ে মেসি অধরা ক্ষোভে ফুঁসছে কলকাতা

সাকিবুল হাসান
Printed Edition
ভিআইপি ভিড়ে মেসি অধরা ক্ষোভে ফুঁসছে কলকাতা
ভিআইপি ভিড়ে মেসি অধরা ক্ষোভে ফুঁসছে কলকাতা

লাখ লাখ টাকা খরচ করেও প্রিয় তারকা লিওনেল মেসিকে এক ঝলক দেখতে না পারার আক্ষেপ এখনো তীব্র সাধারণ দর্শকদের মধ্যে। শনিবার কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে মাঠে নেমেছিলেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন ফুটবলার। কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি ও ভিআইপি ভিড়ের কারণে খুব অল্প সময়ের মধ্যেই মাঠ ছাড়তে বাধ্য হন মেসি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা শাহরুখ খান, বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়সহ একাধিক রাজনৈতিক নেতা ও তারকা ব্যক্তিত্ব। অভিযোগ, মেসিকে ঘিরে নেতানেত্রী ও তারকাদের অতিরিক্ত ভিড়ের কারণেই সাধারণ দর্শকরা কাছ থেকে তাকে দেখার সুযোগ পাননি। এই ঘটনায় ইতোমধ্যে অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, এত বড় আয়োজনের ব্যর্থতার দায় কি শুধুই আয়োজকের, উপস্থিত ‘হেভিওয়েট’ ব্যক্তিরাও দায় এড়াতে পারেন না? সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

এদিকে মেসির সাথে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র কটাক্ষ। ছবিতে শুভশ্রী ও তার ম্যানেজার রাজদীপ ঘোষকে মেসির ঘনিষ্ঠ অবস্থানে দেখা যায়।

মেসির সাথে তখন ছিলেন তার বন্ধু লুইস সুয়ারেজ ও সতীর্থ রদ্রিগো ডি পল। নেটিজেনদের একাংশের প্রশ্ন- তারকাদের এই ঘনিষ্ঠতাই কি সাধারণ দর্শকদের বঞ্চনার কারণ?

শনিবার মেসি মাঠে নামার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। দর্শকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে, ছোড়া হয় পানির বোতল।

শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে তড়িঘড়ি করে মেসিকে মাঠ থেকে সরিয়ে নেয়া হয়। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাহরুখ খানও অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

পুরো ঘটনার জন্য মেসির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী। তবে আয়োজনের ব্যর্থতা ও ভিআইপি সংস্কৃতি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ এখনো প্রশমিত হয়নি।