সাভার (ঢাকা) সংবাদদাতা
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর কিশোর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর টিটোর আত্মত্যাগের মধ্য দিয়ে হানাদারমুক্ত হয় ঢাকার সাভার। প্রতি বছর টিটোর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটি শ্রদ্ধাভরে স্মরণ করে সাভারবাসী। রোববার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে টিটোর সমাধিতে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন।
এ সময় স্থানীয় সাংবাদিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সাভার উপজেলা প্রশাসনের পক্ষে সাভারের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি বলেন, শহীদ কিশোর মুক্তিযোদ্ধা টিটোর আত্মত্যাগ দৃষ্টান্ত। এই দিনে টিটো তার রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল। আমরা জাতির এই বীর সন্তানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি ।



