নীলফামারী-৩ ও ৪ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল

Printed Edition

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী-৩ ও ৪ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। যাচাই-বাছাই শেষে শুক্রবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ছয়জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

নীলফামারী-৩ আসনে চারজন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল হয়। তারা হলেন- জাতীয় পার্টি (লাঙ্গল) মনোনীত মো: রোহান চৌধুরী ও ইসলামী আন্দোলন (হাতপাখা) মনোনীত আমজাদ হোসেন সরকার। এই আসনে বর্তমানে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন- বিএনপি মনোনীত সৈয়দ আলী ও জামায়াত মনোনীত মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। অপর দিকে নীলফামারী-৪ আসনের ১২ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চার স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। তারা হলেন- রিয়াদ আরফান সরকার, এস এম মামুনুর রশিদ, শাহরিয়ার ফেরদৌস ও জোবাইদুর রহমান হীরা। সূত্র মতে অসম্পূর্ণ হলফনামা এবং হলফনামায় প্রয়োজনীয় তথ্য উল্লেখ না থাকা এবং নিয়ম অনুযায়ী এক শতাংশ ভোটারের যে সম্মতি দেয়া হয়েছে সেগুলো সঠিক না পাওয়ায় তাদের মনোনয়ন বাতিল হয়েছে। উল্লেখ্য, যে নীলফামারীর মোট চারটি আসনে ৩৩টি মনোনয়ন দাখিল হয়েছে। চারটি আসনের যাচাই-বাছাই শেষে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে বৈধ প্রার্থী হিসেবে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন।