বগুড়ায় রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জন্মবার্ষিকী পালিত

Printed Edition

বগুড়া অফিস

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের কৃষি ও যোগাযোগমন্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ^শুর রিয়ার অ্যাডমিরাল (অব:) মরহুম এম মাহবুব আলী খানের ৯১তম জন্ম বার্ষিকী গতকাল বগুড়ায় পালিত হয়েছে।

মরহুমের পরিবারের আয়োজনে খতমে কুরআন, দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন চাঁন ও আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, এ কে এম তৌহিদুল আলম মামুন , শেখ তাহা উদ্দিন নাহিন, কে এম খায়রুল বাশার, সোলায়মান আলী, ময়নুল হক বকুল, খলিলুর রহমান, হুমায়ুন কবির গেদা, পরিবারের পক্ষে সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সৈয়দ আব্দুল গফুর দ্বারা, উজ্জল প্রমুখ অংশ নেন ।

শেষে মাহবুব আলীর রূহের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা বেলায়েত হোসেন।