মনোনয়ন পছন্দ না হওয়ায় বিএনপি সমর্থকদের বিক্ষোভ-অগ্নিসংযোগ

Printed Edition

ইকবাল মজুমদার তৌহিদ

দলীয় মনোনয়ন না পেয়ে দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সমর্থকরা বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়েছে।

গত সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যলয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ প্রার্থীর সম্ভাব্য নাম ঘোষণা করেন। এর পরই দেশের বিভিন্ন স্থানে মনোনয়ন বঞ্চিতদের পক্ষে বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করা হয়।

সাতক্ষীরা : সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ‘গরিবের ডাক্তার’ খ্যাত অধ্যাপক ডা: মো: শহিদুল আলম মনোনয়ন না পাওয়ায় উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরার নলতা এলাকা। মনোনয়ন বঞ্চনার প্রতিবাদে তার কর্মী-সমর্থকরা অর্ধদিবস হরতাল, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। মনোনয়নপ্রাপ্ত কাজী আলাউদ্দিনের কুশপুত্তলিকাও পুড়িয়েছেন তারা।

গতকাল (৪ নভেম্বর) সকাল থেকে নলতায় বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা এ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা করে অধ্যাপক ডা: মো: শহিদুল আলমকে বিএনপির প্রার্থী করার দাবি জানান।

বেলা ১১টার দিকে নলতা হাসপাতাল মোড়ে নলতা ইউনিয়ন বিএনপি ও সাধারণ মানুষের অংশগ্রহণে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধে সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কে দীর্ঘ যানজট তৈরি হলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে যাত্রীবাহী হাওর এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের মনোনয়নবঞ্চিত প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। এতে নেত্রকোনার মোহনগঞ্জ-ঢাকার রেলযোগাযোগ কিছুক্ষণ বন্ধ ছিল।

গতকাল সকাল সাড়ে ৯টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনে এই অবরোধের ঘটনা ঘটে।

তবে ঘটনার খবরে তাৎক্ষণিক রেলওয়ে থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রী ভোগান্তির বিষয়টি বিক্ষোভকারীদের বুঝিয়ে রেলপথ থেকে সরিয়ে দেয়। ফলে সকাল সাড়ে ১০টার দিকে হাওর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

কুষ্টিয়া : কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তার অনুসারী নেতাকর্মীরা।

সোমবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের মজমপুর রেলগেটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি প্রতিবাদ মিছিলও করেন। এ ছাড়া সদর উপজেলার মধুপুর-লক্ষ্মীপুর এলাকাতেও সোহরাব উদ্দিনের সমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।

চাঁদপুর : চাঁদপুর-৪ আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা। এ সময় তারা বিক্ষোভ ও সড়কের ওপর অগ্নিসংযোগ করেন।

সোমবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর-৪ আসনে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নাম ঘোষণা করার পর থেকে ওই এলাকায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী এম এ হান্নানের কর্মী-সমর্থকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ফরিদগঞ্জের বিভিন্ন স্থানে সড়কে অগ্নিসংযোগ করেন তারা।

কুমিল্লা : কুমিল্লা-৬ আসনে নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন না পাওয়ায় আমিন উর রশিদ ইয়াছিনের কর্মী-সমর্থকরা কুমিল্লা শহরে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছেন। তাদের দাবি, আমিন উর রশিদ ইয়াছিন গত ১৭ বছর বৈরী পরিস্থিতিতে কুমিল্লা সদরে বিএনপিকে আগলে রাখেন।

সোমবার রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর এলাকায় এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখার চর অংশে অবরোধ করে এ বিক্ষোভ মিছিল করা হয়।

এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় ইয়াছিনের সমর্থকদের। তারা ‘এই নমিনেশন মানি না, মানব না’, ‘ইয়াছিন ভাই, ইয়াছিন ভাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মেহেরপুর : বিএনপি থেকে মেহেরপুর-২ (গাংনী) আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও রাস্তার ওপর শুয়ে পড়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা।

সোমবার রাতে গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু ও সাধারণ সম্পাদক আবদুল আওয়ালের নেতৃত্বে উপজেলা শহরের বড়বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়। জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা এই কর্মসূচি পালন করেন।

এ সময় গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমন, অ্যাডাম সুমন উপস্থিত ছিলেন। অবরোধকালে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে চলাচলরত বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন।

মাদারীপুর : বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে মাদারীপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা। এ সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে মাদারীপুর-১ আসনে প্রার্থী হিসেবে জামান কামাল নুরুদ্দিন মোল্লার নাম ঘোষণা করার পরপরই সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। একপর্যায়ে তারা সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধরা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় এবং ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচলে ব্যাপক প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সীতাকুণ্ড : চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে দলীয় প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করা হয়। বাদ পড়েন কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। সন্ধ্যা ৭টার দিকে এ খবর ছড়িয়ে পড়লে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী, সলিমপুরসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতা–কর্মীরা। রাত ৯টার দিকে ভাটিয়ারী রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর কাঠের স্লিপার তুলে আগুন ধরিয়ে দেন। ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা নানা রকম স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।

রাত ১১টার দিকে আসলাম চৌধুরীর পক্ষে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেয়ার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ থেকে সরে যান। ফলে দীর্ঘ চার ঘণ্টা আটকে থাকা যানবাহন ও ট্রেন চলাচল শুরু হয়। এ ছাড়াও একাধিক স্থানে বিক্ষোভের খবর পাওয়া যায়।

বিএনপির একাধিক সিনিয়র নেতাদের সাথে কথা হলে তারা নয়া দিগন্তকে জানান, বিএনপি সবসময়ই বিশৃঙ্খলার বিরুদ্ধে। যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে দল কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।