বিশেষ সংবাদদাতা
জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ পদে সাম্প্রতিক রদবদল নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠতে শুরু করেছে। একদিকে অসততার অভিযোগে অভিযুক্তরা সংবেদনশীল পদে নিয়োগ পাচ্ছেন। সে সাথে নানাভাবে অগ্রাধিকার দেয়া হচ্ছে দলান্ধদের। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসনে দু’টি গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে দুই কর্মকর্তার বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে।
এই রদবদলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) মো: এরফানুল হককে (৬৫৫৬) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। আর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত সচিব মো: ফিরোজ সরকারকে (৬৪১২) জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব-এপিডি পদে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসনে নিয়োগ বদলির মতো গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত সচিব-এপিডি পদে যাকে নিয়োগ দেয়া হয়েছে তার বিরুদ্ধে অসততার অনেক অভিযোগ রয়েছে। এতদসত্বেও একটি বিশেষ দলের সমর্থক হওয়ায় তাকে এই পদে নিয়োগ দান করা হয়েছে বলে উল্লেখ করা হচ্ছে। প্রশাসনের নির্ভরযোগ্য সূত্র অনুসারে এই দলান্ধ অসততার জন্য সমালোচিত কর্মকর্তাকে আগামী নির্বাচনের আগে প্রশাসনকে একটি দলের পক্ষে বিন্যাসে কাজে লাগানোর জন্য এই নিয়োগ দান করা হয়েছে। এটি কার্যকর করা হলে নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।