মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : মুহাম্মদ শাহজাহান

এ কে এম ফজলুল হক ফুটবল টুর্নামেন্ট শুরু

Printed Edition
এ কে এম ফজলুল হক ফুটবল টুর্নামেন্ট শুরু
এ কে এম ফজলুল হক ফুটবল টুর্নামেন্ট শুরু

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ডা: এ কে এম ফজলুল হক ফুটবল টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি একটি সামাজিক আন্দোলন। আজকের যুবসমাজ মাদকের করাল গ্রাসে, সন্ত্রাস-চরিত্রহীনতার ভয়াল ছায়ায় দিন দিন বিপথগামী হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে খেলাধুলা সবচেয়ে কার্যকর মাধ্যম। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করে মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই

চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্যারেড মাঠে ডা: এ কে এম ফজলুল হক ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য তিনি উপরি উক্ত কথা বলেন। মুহাম্মদ শাহজাহান বলেন, আমরা যদি যুবসমাজকে খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করতে পারি, তাহলে একটি মাদকমুক্ত, মানবিক ও উন্নয়নমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। এই আয়োজন তারই একটি বাস্তব দৃষ্টান্ত।

তিনি বলেন, ডা: এ কে এম ফজলুল হক একজন জনদরদি চিকিৎসক ও সমাজসেবক। চিকিৎসা সেবার পাশাপাশি সবসময় সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকেছেন। একজন শিক্ষানুরাগী, মানবিক নেতা ও নৈতিক মূল্যবোধে বিশ্বাসী মানুষ হিসেবে তিনি সব শ্রেণির মানুষের আস্থা অর্জন করেছেন। চট্টগ্রাম-৯ আসনে তিনি সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন আমরা বিশ্বাস করি, জনগণ সুযোগ দিলে তিনি এলাকায় উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম-৯ আসনের নির্বাচন কমিটির পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনূছের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল প্রমুখ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, কোতয়ালি থানা আমির আমির হোছাইন, চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ, চকবাজার থানা নায়েবে আমির মুহাম্মদ আব্দুল হান্নান, সেক্রেটারি সাদুর রশীদ চৌধুরী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তৌহিদ আজাদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আরিফুল ইসলাম ও মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ। বিজ্ঞপ্তি।