চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

Printed Edition
চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন
চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ৮৯তম উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো: রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন, মো: ফজলুর রহমান চৌধুরী, মো: আসাদুজ্জামান ভূঞা, এস এম আবু জাফর এবং প্রধান কার্যালয়ের ঊর্র্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো: হাবীব উল্লাহ্ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় ফিরিঙ্গি বাজার উপশাখায় চট্টগ্রাম সেন্ট্রাল রিজিওন হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: সোয়েব ইসলাম চৌধুরী, চট্টগ্রাম আউটস্কার্ট রিজিওন হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জামশেদ আহমেদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ী, ব্যবসায়ী, সাংবাদিকরা ভার্চুয়ালি যুক্ত হন। বিজ্ঞপ্তি।