রাজশাহীকে টপকে শীর্ষে চট্টগ্রাম

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আগের ম্যাচে তারা দু’জন দলকে জিতিয়েছিলেন ১০ উইকেটে। যেখানে শেষ করেছিলেন, ঠিক যেন সেখান থেকেই সিলেট টাইটান্সের বিপক্ষে শুরু করলেন চট্টগ্রাম রয়্যালসের দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন। তাদের দুর্দান্ত ওপেনিং জুটিতে সিলেটকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বন্দর নগরীর দলটি।

টসে হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রান করে সিলেট টাইটান্স। জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভারেই ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম। ঢাকার বিপক্ষে ১০ উইকেটে জয়ের পর, সিলেটের বিপক্ষেও বড় জয় তুলে নিলো চট্টগ্রাম। ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে রাজশাহীকে পেছনে ফেলে টেবিলের সবার উপরে উঠে এসেছে দলটি। রাজশাহীরও পয়েন্ট ৬, তবে নেট রান রেটে এগিয়ে চট্টগ্রাম। আর টানা দ্বিতীয় হারের মুখ দেখল মিরাজের সিলেট।

সিলেট আন্তজার্তিক স্টেডিয়ামে বিপিএলের লড়াইয়ে ১২৭ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিনও দুর্দান্ত শুরু পায় চট্টগ্রাম। নাঈম ও রসিংটন শুরু থেকেই চড়াও হন সিলেট বোলারদের ওপর। গড়েন ১১৫ রানের জুটি। নাঈম তুলে নেন বিপিএল ক্যারিয়ারে নবম অর্ধশতক। ব্যক্তিগত ৫২ রানে নাঈম ফিরলেও, দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ৫৩ বলে ৮ চার ২ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকা অ্যাডাম রসিংটন।

এর আগে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৬ বলে ৫ রান করে ফিরে গেলে চাপের মুখে পড়ে সিলেট। আফগান ব্যাটার হজরতউল্লাহ জাজাইও ইনিংস বড় করতে পারেননি, ফিরেছেন ৪ রান করে। জাকির হাসান ১৫ ও ইমন ১৭ রানে সাজঘরের পথ ধরলে বিপদে পড়ে সিলেট। তবে শেষে ৪১ বলে ৪ চারে ও এক ছয়ে ৪৪ করে প্রতিরোধ গড়েন আজমতুল্লাহ ওমরজাই। এরপর রাহাতুল ফেরদৌসের অপরাজিত ১৭ ও নাসুমের ১৩ রানে ১২৬ এ থামে সিলেটের পথচলা। চট্টগ্রামের হয়ে শেখ মাহেদি ও মির্জা বাইগ নিয়েছেন দুটো করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট টাইটান্স : ২০ ওভারে ১২৬/৭ (জাকির ১৫, পারভেজ ১৭, ওমরজাই ৪৪, রাহাতুল ১৭*, নাসুম ১৩*; শরিফুল ১/২৯, মুকিদুল ১/১১, মাহেদি ২/১৮, মির্জা ২/২৪, জামাল ১/২৭)।

চট্টগ্রাম রয়্যালস : ১৬ ওভারে ১৩০/১ (নাঈম শেখ ৫২, রসিংটন ৭৩*, রাহাতুল ১/২৯)।

ফল : চট্টগ্রাম রয়্যালস ৯ উইকেটে জয়ী

ম্যাচ সেরা : মোহাম্মদ নাঈম শেখ।