নয়া দিগন্ত ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়িতে এবং কুষ্টিয়ার ভেড়ামারা দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি আত্মহত্যা এবং অপরটি গলাকেটে হত্যার পর পরিচয় গোপন করার উদ্দেশ্যে লাশের মুখমণ্ডল পুড়িয়ে ফেলা হয়েছে।
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের ফটিকছড়িতে মো. আজাদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ফারুকনগরে শ্বশুরবাড়ির বসতঘর থেকে তার লাশ উদ্ধার হয়।
ভুজপুর থানার এসআই বজলুর রশিদ জানান, লাশের গলায় রশির দাগ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় এক যুবককে গলা কেটে হত্যার পর আগুন দিয়ে মুখমণ্ডল পুড়িয়ে দিয়েছে দৃর্বৃত্তরা। গতকাল বুধবার সকাল ৯টার দিকে ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়া ধানের মাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ। নিহতের নাম পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। হয়তে তাকে অন্যত্র হত্যা করে লাশ এখানে রাখা হয়েছে এবং পরিচয় গোপন করার উদ্দেশ্যে মুখমণ্ডল পুড়িয়ে বিকৃত করা হয়েছে। নিহতের প্রকৃত পরিচয়সহ হত্যার ক্লু উদ্ধার করতে পুলিশের পিবিআই ও র্যাবসহ একাধিক টিম মাঠে নেমেছে। এ ব্যাপারে ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার জানিয়েছেন, পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য পদ্ধতি অবলম্বন করাসহ পুলিশের একাধিক টিম কাজ করছে।



