মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণ

শঙ্কটাপন্ন বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে ভর্তি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত বিজিবি সদস্য নায়েক মো: আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বিজিবির হেলিকপ্টারে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

গতকাল বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গত ১২ অক্টোবর সকালে বান্দরবানের নাই্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে টহলরত অবস্থায় বিজিবি সদস্য নায়েক মো: আক্তার হোসেন মাইন বিস্ফোরণে আহত হন। আহত বিজিবি সদস্যকে তাৎণিকভাবে রামু সেনানিবাসের সিএমএইচে পাঠানো হয়। সেখানে তাকে যথাযথ চিকিৎসা প্রদান করা হয়। গতকাল বিকেলে আহত নায়েক মো: আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বিজিবির হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে আনা হয়েছে। তার অবস্থা শঙ্কটাপন্ন বলে জানিয়েছে বিজিবির একাধিক সূত্র।