নেপালে সাম্প্রদায়িক উত্তেজনার জেরে ভারত সীমান্ত বন্ধ

এনডিটিভি
Printed Edition

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওকে কেন্দ্র করে নেপালের বীরগঞ্জসহ ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পারসা জেলা প্রশাসন বীরগঞ্জ শহরে কারফিউ জারি করেছে। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের বিহার সীমান্ত সংলগ্ন সব সীমান্তপথ বন্ধ বা সিল করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

উত্তেজনার শুরু হয় নেপালের ধনুসা জেলার কমলা পৌরসভায়। সেখানকার হায়দার আনসারি ও আমানত আনসারি নামের দুই যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন, যাতে নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে অবমাননার অভিযোগ ওঠে। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে ধনুসা ও পারসা জেলায় সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হয়।

স্থানীয়রা ওই দুই যুবককে ধরে পুলিশের হাতে সোপর্দ করলেও উত্তেজনা প্রশমিত হয়নি। এর পরই ধনুসার সাখুয়া মারান এলাকায় একটি মসজিদে ভাঙচুর চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে এবং পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।