প্রতিরক্ষা সামগ্রী ও বিমান রফতানিতে তুরস্কের ঐতিহাসিক সাফল্য

৫৬ ভাগ গেছে ইইউ ন্যাটো ও যুক্তরাষ্ট্রে

Printed Edition

আনাদোলু এজেন্সি

উচ্চমান বজায় রেখে কম খরচে উৎপাদিত সামরিক সরঞ্জাম ও বিমান রফতানিতে ২০২৫ সালে নতুন রেকর্ড গড়েছে তুরস্ক। আগের বছরের তুলনায় রফতানি বেড়ে দাঁড়িয়েছে ১০.০৫ বিলিয়ন ডলার, যা ৪৮ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন জানিয়েছেন, ‘২০২৫ সালে প্রতি মাসেই রফতানিতে নতুন রেকর্ড হয়েছে। বিশেষ করে ডিসেম্বর মাসে রফতানি ২.৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা এই খাতের জন্য এক ঐতিহাসিক অর্জন।’ রফতানির শীর্ষ ১০ দেশের মধ্যে ইউরোপের চারটি দেশ ও যুক্তরাষ্ট্র রয়েছে। মোট রফতানির প্রায় ৫.৬ বিলিয়ন ডলার, অর্থাৎ ৫৬ শতাংশ গেছে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো সদস্য দেশ ও যুক্তরাষ্ট্রে। বাকিটা গেছে এশিয়া-প্যাসিফিক অঞ্চল, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায়। ২০২৫ সালে নতুন প্রতিরক্ষা চুক্তির পরিমাণ আগের বছরের তুলনায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৭.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০২২ সালে এই খাতের রফতানি দেশের মোট রফতানির মাত্র ১.৭ শতাংশ ছিল। ২০২৫ সালে এটি বেড়ে দাঁড়িয়েছে ৩.৭ শতাংশে।

হালুক গোরগুন বলেন, উচ্চমানের ও তুলনামূলকভাবে কম খরচে পণ্য উৎপাদন, বিক্রয়োত্তর সেবা ও নিশ্চয়তা দেয়ার কারণেই এ সাফল্য সম্ভব হয়েছে। গত বছর তুরস্ক একাধিক গুরুত্বপূর্ণ চুক্তিও করেছে তুরস্ক। এর মধ্যে রয়েছে পর্তুগালের সাথে সামরিক জাহাজ রফতানি, স্পেনের সাথে হুরজেট প্রশিক্ষণ বিমান রফতানির চুক্তি। এ ছাড়া, ইন্দোনেশিয়ার সাথে কান (কেএএএন) যুদ্ধবিমান ও রোমানিয়ার সাথে অফশোর প্যাট্রোল ভেসেল সরবরাহের চুক্তি হয়েছে। একই সাথে উপসাগরীয় অঞ্চল ও আফ্রিকার দেশগুলোর সাথেও একাধিক ড্রোন ও গোলাবারুদ রফতানি চুক্তি হয়েছে। হালুক গোরগুন আশা করছেন, ২০২৬ সালে এই খাতে সরবরাহ আরো বৃদ্ধি পাবে ও নতুন রেকর্ড সৃষ্টি হবে।