মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে বিদায় নেয়ার ঘোষণা দিলেন ধনকুবের ইলন মাস্ক। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ট্রাম্প মাস্ককে মার্কিন প্রশাসনের কর্মীবহর ও খবর কমানোর গুরুদায়িত্ব দিয়েছিলেন। ওই দায়িত্বে টালমাটাল কয়েক মাস কাটানোর পর টেসলার প্রধান নির্বাহী হোয়াইট হাউজ ছাড়ার খবর দিলেন। তার নেতৃত্বাধীন সরকারি দক্ষতা মন্ত্রণালয় (ডিওজিই) এই কয়েক মাসেই লাখো মার্কিনির চাকরি খেয়েছে, যা সরকারের ব্যয় বাঁচাবে বলেই ধারণা মাস্কের।
গত বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে হোয়াইট হাউজ থেকে বিদায়ের ঘোষণা দিতে গিয়ে ডিওজিই পরিচালনায় সহযোগিতা করার সুযোগ দেয়ায় ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন বিশ্বের শীর্ষ এ ধনী। ‘বিশেষ সরকারি কর্মীর’ দায়িত্ব থেকে মাস্ককে ‘সরানোর’ কার্যক্রম বুধবার রাত থেকেই শুরু হয়েছে বলে খবরে জানিয়েছে বিবিসি। ট্রাম্প প্রশাসনে তাকে অস্থায়ী দায়িত্ব দেয়া হয়েছিল, যে কারণে তার চলে যাওয়া প্রত্যাশিতই ছিল।
বিশেষ সরকারি কর্মী হিসেবে আমার সময়সীমা শেষ হয়ে আসার মধ্যে অপচয় রোধে কাজ করার সুযোগ দেয়ায় আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি। ‘ডিওজিইর কার্যক্রম সামনে আরো শক্তিশালী হবে, সময়ের সাথে সাথে এটি সরকার ব্যবস্থার নিয়মিত চর্চায় পরিণত হবে’- এক্সে বলেছেন মাস্ক। ট্রাম্প ক্ষমতায় আসার পর দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া এ প্রযুক্তি টাইকুনকে ‘বিশেষ সরকারি কর্মীর’ মর্যাদা দেয়া হয়েছিল, যার আওতায় তিনি প্রতি বছর ১৩০ দিন করে ফেডারেল সরকারে কাজ করার সুযোগ পান।
২০ জানুয়ারি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের যাত্রা শুরুর দিন ধরলে, মে মাসেই মাস্কের এ সময়সীমা শেষ হয়ে যায়। বিদায়ের ঘোষণা দেয়ার আগের দিনই স্পেসএক্সের এই প্রধান নির্বাহী ট্রাম্পের বাজেট বিলের সমালোচনা করেছেন। ট্রাম্পের এ বাজেট বিলে কয়েক ট্রিলিয়ন ডলার করছাড় ও প্রতিরক্ষায় বিপুল ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এ বিল পাস হলে তা ফেডারেল সরকারের বাজেট ঘাটতি বাড়াবে বলে মতো টেসলাপ্রধানের। এটি এমনকি ডিওজিইর কাজকে ক্ষতিগ্রস্ত করবে বলেও তার ধারণা।



