আলজাজিরা
মেক্সিকোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেটসি চাভেজকে আশ্রয় দেয়ায় উত্তর আমেরিকার এ দেশটির বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে ঘোষণা দিয়েছে লিমা সরকার। তবে পেরুর এই সিদ্ধান্ত ২০২২ সালের অভ্যুত্থানচেষ্টার পর দুই দেশের সম্পর্কে নতুন সঙ্কট তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।
গত সোমবার পেরুর পররাষ্ট্রমন্ত্রী হুগো দে জেল্লা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ আমরা বিস্ময় ও দুঃখের সাথে জেনেছি যে সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর কথিত ষড়যন্ত্রকারী বেটসি চাভেজকে লিমায় অবস্থিত মেক্সিকো দূতাবাসের বাসভবনে আশ্রয় দেয়া হয়েছে। এই অ-বন্ধুত্বপূর্ণ পদক্ষেপের কারণে পেরু সরকার আজ মেক্সিকোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।’



