জুবায়েদা কাদের চৌধুরী
বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জুবায়েদা কাদের চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী ও অতিরিক্ত মহাসচিব তারেক বিন জমির আলী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক ও সমবেদনা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে নেতারা বলেন, আপোষহীন নেত্রীর ইন্তেকালে আমরা গভীরভাবে মর্মাহত। তার ইন্তেকালে জাতি অভিভাবক হারাল এবং মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাসী দেশবাসী হারাল একজন সুযোগ্য নেত্রীকে। আমরা তার রূহের মাগফিরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্য তার শুভাকাক্সক্ষী ও বিএনপির সর্বস্তরের নেতাদেরকে জানাই আন্তরিক সমবেদনা। উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মুসলিম লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত করা হয়। বিজ্ঞপ্তি।



