রাজশাহী ব্যুরো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সদ্য নিয়োগপ্রাপ্ত ১৪টি বিভাগের ৫৭ জন নবীন শিক্ষককে নিয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনের আইকিউএসি কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় নবীন শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, গবেষণায় নৈতিক মানদণ্ড, পেশাগত সততা ও আচরণবিধি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক ও জ্ঞান সৃজন, একাডেমিক কারিকুলামে আধুনিকতা ও সৃজনশীলতা আনয়ন, টিচিং পদ্ধতি, শিক্ষার্থীদের প্রতি পক্ষপাতিত্ব (বায়াসনেস) পরিহার, খাতা মূল্যায়ন পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করবেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকরা। এছাড়া একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক হয়ে উঠতে যেসব গুণাবলি প্রয়োজন, সেসব বিষয়েও প্রশিক্ষণ দেয়া হবে এ কর্মশালায়। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে কর্মশালা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, ‘আমরা শুধু বলতে চাই না, শিখতেও চাই। এ কর্মশালার মূল উদ্দেশ্যই হলো একে অপরের কাছ থেকে শেখা। এখানে প্রতিটি সেশনই খুব আকর্ষণীয়, ফলে নবীন শিক্ষকরা এখান থেকে সর্বোচ্চ উপকৃত হবেন। শিক্ষার্থীবান্ধব শিক্ষক হয়ে উঠতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো: মাঈন উদ্দিন এবং প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান। এছাড়া উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: মনিমুল হক, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: কামাল উদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন।



