ব ই আ লো চ না

শ্রেষ্ঠ ফররুখ : বাংলা সাহিত্যের অনবদ্য সঙ্কলন

Printed Edition
শ্রেষ্ঠ ফররুখ : বাংলা সাহিত্যের অনবদ্য সঙ্কলন
শ্রেষ্ঠ ফররুখ : বাংলা সাহিত্যের অনবদ্য সঙ্কলন

সীমান্ত আকরাম

‘শ্রেষ্ঠ ফররুখ’ বাংলা সাহিত্যে নতুন সংযোজন এবং একটি অনবদ্য সঙ্কলন। সম্প্রতি বইটি প্রকাশ করেছে বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লি.। বইটি সম্পাদনা করেছেন জাকির আবু জাফর। বইটিতে ফররুখ আহমদ রচিত জীবনের সেরা রচনা সম্ভার সন্নিবেশিত হয়েছে। ফররুক আহমদ জীবন দশায় তার রচনাসমূহকে পরিকল্পিতভাবে সুবিন্যস্ত করে যাওয়ার সুযোগ পাননি। মৃত্যুর এত বছর পরও এর কোন সদ-উদ্যোগ এখনো কেউ গ্রহণ করেনি। ‘শ্রেষ্ঠ ফররুখ’ গ্রন্থে ফররুখ আহমদের এমন সব রচনা অন্তর্ভুক্ত হয়েছে যা সম্পাদক জাকির আবু জাফর-এর বিবেচনায় কবি ফররুখ আহমদ-এর সৃষ্টিসম্ভারের সবচেয়ে অনিন্দ্য ফসল। পাঠক চাওয়ামাত্র কবি ফররুখ আহমদ-এর শ্রেষ্ঠ রচনা এক মলাটে পেয়ে যাবেন।

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি ফররুখ আহমদ। তিনি মুসলিম রেনেসাঁর কবি হিসেবে সমধিক পরিচিত। কারণ তার কবিতা তৎকালীন বাংলার অধঃপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা জোগায়। দুর্ভিক্ষ পীড়িত মানুষের হাহাকার, সমকালের সঙ্কট, জরাগ্রস্ত বাস্তবতা, সাম্প্রদায়িকতার হিং¯্রতা দেখে তিনি আঘাত পান। এ সব অসঙ্গতিই তাকে সাহিত্য সাধনায় অনুপ্রেরণা জোগায়।

চল্লিশের দশকে ইংরেজবিরোধী আন্দোলনে গণজাগরণমূলক কবিতা লেখে জনপ্রিয়তা পান কবি ফররুখ আহমদ। মানবতাবাদ, জাগরণ, ঐতিহ্য আর জাতিসত্তার কবি ফররুখ আহমদ বাংলা সাহিত্যে মহান উচ্চতায় অধিষ্ঠিত। জাতির আগামী স্বপ্নের জাল বুনতে পথ দেখিয়েছেন এই মহান কবি। তার সৃষ্টিমসূহ বাংলা সাহিত্যে অমর হয়ে আছে। মুসলিম ঐতিহ্যের পুনর্জ্জীবন কামনা করে রোমান্টিকতার আবহে কবি জাতিকে জেগে ওঠার আহ্বান করেছেন। অন্যরা যখন জ্ঞান, বিজ্ঞান, শিল্প সাহিত্যে এগিয়ে যাচ্ছে কবি তখন পিছিয়ে পড়া তার নিজ জাতিকে জেগে ওঠার আহ্বান জানান।

কাব্যপ্রতিভায় ফররুখ আহমদ অনন্য সৃষ্টিশীল কবি ছিলেন। তিনি অসংখ্য কাব্যগ্রন্থ রচনা করেছেন। শিশু সাহিত্যেও তিনি অতুলনীয় ছিলেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা কবিতায় আরবি, ফারসি শব্দের যে স্বার্থক প্রয়োগ শুরু করেন, মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ তা আরো বেগবান করেন। মুসলিম কবিদের মধ্যে কাব্যনাটক রচনার পথিকৃৎ তিনি। তার ‘নৌফেল ও হাতেম’ একটি সফল ও জনপ্রিয় কাব্যনাটক। সনেট রচনায়ও সফল তিনি। বাংলা সাহিত্যে মাইকেলের পরে হিন্দু-মুসলিম নির্বিশেষে আর কোনো কবি এত বেশি সফল সনেট রচনা করতে পারেনি। তার সনেট গ্রন্থের মধ্যে- ‘মুহূর্তের কবিতা’, ‘দিলরুবা’, ‘অনুস্বার’ প্রধান। গদ্য কবিতা রচনায় সিদ্ধহস্ত কবি ফররুখ আহমদ। তার গদ্য কবিতার সঙ্কলন- ‘হাবেদা মরুর কাহিনী’ লিখে সফল তিনি। গীতিনাট্য ‘আনার কলি’ (১৯৬৬)। কবি ফররুখ আহমদের সবচেয়ে সমৃদ্ধ ও সমাদৃত ‘সাত সাগরের মাঝি’ -কাব্যগ্রন্থের ভাষা ও ভাষ্য, ব্যাকুলতা ও আবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, কবি একই সঙ্গে মুসলিম সমাজকে অতীত ঐতিহ্য স্মরণ করিয়ে উজ্জীবিত করছেন আবার তাদের পতিত জীবনযাপন দেখে ব্যথিত হয়েছেন। তিনি তাদের সোনালি দিনের শোভা গ্রহণ করতে বলছেন, অতীতে ফিরে যেতে নিষেধ করছেন। আর অতীতে ফিরে না গিয়ে ঐতিহ্য ধারণের নামই সম্ভবত জাগরণ। এ ডাক দিয়ে যাওয়ায় ফররুখ আহমদ জাগরণের কবি।

বাংলা সাহিত্যে ‘হাতেম তায়ী’ কবি ফররুখ আহমদের লেখা প্রায় সোয়া তিন শত পৃষ্ঠায় সমাপ্ত এক বিরাট মহাকাব্য।

ফররুখ আহমদের সৃষ্টিসম্ভার বাংলা সাহিত্যকে আরো বৈচিত্র্যময় ও সমৃদ্ধ করে তোলে। বাংলা সাহিত্যে তার রচনা বহুমাত্রিকতায় সুবিন্যস্ত। তিনি একাধারে কবিতা, অনুবাদ কবিতা, কাব্য নাটক, ছড়া, শিশু-কিশোর কবিতা, গল্প, প্রবন্ধ ছাড়াও তিনি বিপুলসংখ্যক গান রচনা করেছেন। তাঁর রচনাবলীর অনেকাংশ এখনো অগ্রন্থিত। এ কারণেই তাঁর সকল রচনা পাটকের সামনে আসেনি। এখনো লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে।

যেসব কাব্যগ্রন্থ থেকে কবিতা নির্বাচন করা হয়েছে তন্মোধ্যে রয়েছে-সাত সাগরের মাঝি, সিরাজাম মুনীরা, নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, হাতেম তায়ী, আজাদ করো পাকিস্তান, অনুস্বার, হে বন্য স্বপ্নেরা, কাফেলা, হাবেদা মরুর কাহিনী, দিলরুবা, ঐতিহাসিক অনৈতিহাসিক কাব্য, তসবিরনামা, ইকবালের নির্বাচিত কবিতা, হালকা লেখা।

‘ইকবাল প্রসঙ্গ’, ‘নজরুল সাহিত্যের পটভূমি’ এবং ‘পাকিস্তান : রাষ্ট্রভাষা ও সাহিত্য’ শিরোনামে তিনটি প্রবন্ধ রয়েছে। ‘রাজ-রাজড়া’ নামে একটি নাটক স্থান পেয়েছে। ‘মৃত-বসুধা’, ‘অন্তর্লীন’ এবং ‘প্রচ্ছন্ন নায়িকা’ শিরোনামে ৩টি গল্প রয়েছে। ‘সিকান্দার শা-র ঘোড়া’ নামে একটি উপন্যাস রয়েছে। ‘সাত ডাকাত আর হাতেম তায়ী’ নামে একটি শিশুতোষ গল্প রয়েছে। শিশু-কিশোর ছড়া কবিতার মধ্যে যেসব বই থেকে নির্বাচিত লেখা নেয়া হয়েছে তন্মোধ্যে- পাখির বাসা, হরফের ছড়া, নতুন লেখা, চিড়িয়াখানা, ছড়ার আসর, ছড়া ছবির দেশে, ফুলের জলসা, পাখির ছড়া এবং কাগা-বগা ও হিজিবিজি। ৪৩টি নির্বাচিত গান রয়েছে। পরিশিষ্টে রয়েছে ফররুখ আহমদ-এর জীবনপঞ্জি ও গ্রন্থপঞ্জি। ৬৭০ পৃষ্ঠার এই অনবদ্য সঙ্কলনটির দাম রাখা হয়েছে ৮০০ টাকা। আশা করি, বইটি বাংলা সাহিত্যকে নতুনভাবে সমৃদ্ধ করবে এবং পাঠকমহলে সমাদৃত হবে।