ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) এবং বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিজিএইচআরআই) যৌথ উদ্যোগে ঢাবি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয়া হয়েছে। ক্যাম্পাসে জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ফার্স্ট এইড ট্রেনিং’ প্রোগ্রাম।
গতকাল বিকেলে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। জিএস এস এম ফরহাদ বলেন, উন্নত দেশগুলোতে প্রাথমিক শিক্ষাস্তরেই শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেয়া হয়। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এমন কোনো উদ্যোগ নেই। ফলে জরুরি অবস্থায় কিভাবে কাউকে প্রাথমিক চিকিৎসা দিতে হয়, তা আমরা জানি না। এতে অনেক সময় বড় দুর্ঘটনা ঘটে যায়। ডাকসুর এই উদ্যোগের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণের আওতায় আনব। তিনি ডাকসু ঢাবির মেডিক্যাল সেন্টারকে আধুনিকায়নের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে।
ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম এম আল মিনহাজ জানান, প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি হলের কিছুসংখ্যক শিক্ষার্থীকে এই প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হবে। আগামী ২৫ তারিখে সলিমুল্লাহ মুসলিম হল ও ফজলুল হক মুসলিম হলে এই প্রশিক্ষণের আয়োজন করা হবে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী যেকোনো জরুরি মুহূর্তে হাসপাতালে পৌঁছানোর আগেই চিকিৎসাসেবা দিতে সক্ষম হবে।
উল্লেখ্য, বিএলাইফ সেভিওর : ‘ফার্স্ট এইড বুটক্যাম্প’ নামের এই প্রশিক্ষণ কর্মসূচিতে বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস), শ্বাসরোধ হলে প্রাথমিক সহায়তা, অজ্ঞান হওয়া, হাড় ভাঙা , পোড়া, ফুড পয়জনিং, সাপের দংশন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা , মেয়েদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা , চোখে আঘাতের প্রাথমিক পরিচর্যা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক পরিচর্যা বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখানো হবে।



