ঢাকার ফ্যাশন বাজারে পাকিস্তানের ‘মারিয়া বি’

সাকিবুল হাসান
Printed Edition
ঢাকার ফ্যাশন বাজারে পাকিস্তানের ‘মারিয়া বি’
ঢাকার ফ্যাশন বাজারে পাকিস্তানের ‘মারিয়া বি’

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে এতদিন আন্তর্জাতিক কোনো নারী ফ্যাশন ব্র্যান্ডের নিজস্ব আউটলেট ছিল না। সেই শূন্যতা পূরণ করে প্রথম আন্তর্জাতিক নারী পোশাক ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে পাকিস্তানের জনপ্রিয় লেবেল ‘মারিয়া বি’।

সম্প্রতি রাজধানী ঢাকায় তাদের প্রথম শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ঠিকানা : সেন্টার পয়েন্ট মল, প্লট নং-২, ব্লক নং-সি, রোড নং ১১, বনানী, ঢাকা-১২১৩। এইচঅ্যান্ডএম, জারা বা ইউনিক্লোর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো বাংলাদেশে তাদের পোশাক তৈরি করলেও এখানে তাদের কোনো অফিশিয়াল শোরুম নেই। এই দিক থেকে মারিয়া বি-এর আগমনকে বাংলাদেশের ফ্যাশন বাজারের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এর আগে পাকিস্তানের জে. ব্র্যান্ডটি বাংলাদেশে কার্যক্রম শুরু করলেও মারিয়া বি-ই প্রথম উচ্চবিত্ত ও ফ্যাশন সচেতন নারীদের লক্ষ্য করে আসা হাই অ্যান্ড বিদেশী ডিজাইনার লেবেল। স্থানীয় ফ্যাশন বিশেষজ্ঞরা মনে করছেন, মারিয়া বি-এর মতো বৈশ্বিক ব্র্যান্ডের উপস্থিতি বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আরো প্রতিযোগিতামূলক এবং আধুনিক করে তুলবে। এতদিন বাংলাদেশী ক্রেতারা এই ব্র্যান্ডের পোশাকের জন্য দুবাই, লন্ডন বা অনলাইন প্রি-অর্ডারের ওপর নির্ভর করতেন, যা এখন সরাসরি হাতের নাগালে চলে এলো। এই উদ্যোগ কেবল পোশাকের বৈচিত্র্যই বাড়াবে না, বরং বাংলাদেশের বাজার যে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্য এখন প্রস্তুত, সেই ইতিবাচক বার্তাও বিশ্বজুড়ে পৌঁছে দেবে।