বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তার নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লাসহ নিবন্ধন ফিরিয়ে দেয়ার বিষয়ে একমত হয়েছে নির্বাচন কমিশনার (ইসি)। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো: সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার আদালতের আদেশের বিষয়ে ইসি কমিশনার মো: সানাউল্লাহ বলেন, প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে নিয়েছি। একই প্রজ্ঞাপনে ২০০৮ সালে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেয়া হয়েছে। এ ছাড়া প্রতীক কোনো দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে আরপিও অনুযায়ী। দলটি প্রতীকসহ নিবন্ধন পাবে।
রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে গত ১ জুন রায় দেন আপিল বিভাগ। নিবন্ধন ও অন্যান্য বিষয়ে দলটির করা আবেদন নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন আদালত।
ওই দিন (১ জুন) জামায়াতের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ থাকবে কি না সে বিষয়ে কোনো আদেশ দেননি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ। প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেন সর্বোচ্চ আদালত। এ নির্দেশনা অবিলম্বে বাস্তবায়ন করতে বলা হয়।
এ দিকে ডিএসসিসি নির্বাচন প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, আমরা আপিল বিভাগের পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি। আমরা রেফারেন্সগুলোও দেখেছি। আমরা মনে করি গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশন তার কাজ শেষ করেছে।