মাভাবিপ্রবি প্রতিনিধি
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং তালিকা। এতে প্রথমবারের মতো স্থান করে নিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।
গতকাল প্রকাশিত র্যাংকিং অনুযায়ী, মাভাবিপ্রবি বিশ্ব তালিকায় ১২০১-১৫০০ অবস্থানে রয়েছে। পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২তম স্থানে অবস্থান করেছে প্রতিষ্ঠানটি।
র্যাংকিং তৈরিতে শিক্ষার মান, গবেষণার পরিবেশ, শিল্প খাতে সংযোগ এবং আন্তর্জাতিক উপস্থিতি এই চারটি মানদণ্ডকে প্রাধান্য দেয়া হয়েছে। এবারে বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে, যার মধ্যে ১৯টি সরাসরি র্যাংকিংয়ে এবং বাকি ৯টি রিপোর্টার ক্যাটাগরিতে স্থান পেয়েছে। দেশের তালিকার শীর্ষে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।
এই সাফল্য প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল জানান, আমাদের বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো বিশ্বের অন্যতম স্বনামধন্য উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা র্যাংকিংয়ে স্থান অর্জন করেছে, যা বাংলাদেশের উচ্চশিক্ষা ইতিহাসে এক গৌরবময় মাইলফলক।