প্রতিবারের ন্যায় এবারো যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হলো। প্রত্যুষে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির শুরু হয়। পরে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ও শহীদ বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বিএডিসির পক্ষে সংস্থার সচিব, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পরে আলোচনা সভায় বক্তারা বলেন যে, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে গৌরবান্বিত একটি দিন। অনাচার, অত্যাচার, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে প্রাণপণ সংগ্রাম করে বাংলাদেশ পেয়েছিল একটি নতুন পতাকা। শুরু হয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধ্যায়। অর্জিত এই স্বাধীনতাকে যেকোনো মূল্যে অটুট রাখতে হবে। স্বাধীনতার সুফল নিরবছিন্নভাবে সব মানুষের কাছে পৌঁছে দেয়ার প্রাণপণ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বিজ্ঞপ্তি।



