প্রশ্নোত্তর

Printed Edition
প্রশ্নোত্তর
প্রশ্নোত্তর

প্রশ্ন : আমার বিয়ে হয়েছে ১২ বছর। দু’টি সন্তান আছে। আমাদের প্রেমের বিয়ে। আমাদের সম্পর্ক খুব ভালো। খুব হাসিখুশি দম্পতি আমরা। আমরা ছোট বয়সেই বিয়ে করে ফেলি। তারপর দু’জনই দুই পরিবারে থেকেই পড়াশোনা শেষ করি। সে পড়াশোনা শেষ করে চাকরি শুরু করার পর আমাকে ঘরে তোলে। এর মধ্যে সামাজিক আর পারিবারিকভাবেই অনেক অসুবিধাজনক পরিস্থিতিতে থেকেও ডিপ্লোমা কমপ্লিট করি। আমার অনেক অসুবিধার মধ্যে ছিল আমার স্বামীর পরনারী আসক্তি। আমার সাথে ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও সে অন্য নারীর সাথে যোগাযোগ রাখত। এ সমস্যাটা বিয়ের কিছু দিন পর থেকেই বুঝতে পারি। কিন্তু অন্য নারীর সাথে তার কেমন সম্পর্ক কত দিনের সম্পর্ক কিসের সম্পর্ক তা আমি জানি না। যখন আমি বুঝতে পারি, তখন অস্বীকার করে। মিথ্যে বলে। রাগারাগি করে কিন্তু যখন আমি প্রমাণসহ দেখেই বলছি তখন স্বীকার করে। এভাবে বারবার মেনে নিতে নিতে ছেড়ে দিতে দিতে আমাদের প্রথম সন্তান দ্বিতীয় সন্তান। কিন্তু এখনো সে গোপনে অন্য নারীর সাথে কথা বলে। আমার এখন কী করা উচিত?

উত্তর : ভুল তো প্রথমেই হয়েছে। বিয়ের সময় আল্লাহভীরু পাত্র-পাত্রী দেখে সিদ্ধান্ত নিতে হয়। মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকলে তাকে পাপের পথ থেকে ফেরানো যায় না। সে যদি পাপকে আদৌ পাপ মনে না করে, পাপের শাস্তি সম্পর্কে তার কোনো বিশ্বাস না থাকে তাকে কিভাবে পাপ থেকে বিরত রাখবেন? তাকে ইসলামের বিধিবিধান পালনে অভ্যস্ত করাতে হবে। আল্লাহর ভয় হৃদয়ে প্রবেশ করলেই কেবল এ সমস্যার সমাধান সম্ভব। আপনি এই চেষ্টা করুন। সাথে সাথে দোয়া এবং অন্যান্য চেষ্টা অব্যাহত রাখুন।

-ফতোয়া বিভাগ : আস-সুন্নাহ ট্রাস্ট