নেতিবাচকতা আমার কাছে পেছনের আওয়াজ : ইয়াশ রোহান

Printed Edition
নেতিবাচকতা আমার কাছে পেছনের আওয়াজ  : ইয়াশ রোহান
নেতিবাচকতা আমার কাছে পেছনের আওয়াজ : ইয়াশ রোহান

বিনোদন প্রতিবেদক

সম্প্রতি অভিনেতা ইয়াশ রোহানের একটি সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্ট নিয়ে কিছু মানুষের অপ্রত্যাশিত বিদ্বেষমূলক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। বিজয়া দশমী উপলক্ষে দুর্গা মূর্তির সামনে দাঁড়িয়ে ‘শুভ বিজয়া’ জানিয়ে একটি ছবি পোস্ট করেন ইয়াশ। এতেই কিছু ব্যক্তি তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন শুধু তিনি হিন্দু ধর্মাবলম্বী বলেই।

তবে এ বিষয়টি নিয়ে খুব একটা বিচলিত নন ‘স্বপ্নজাল’ খ্যাত এই তরুণ অভিনেতা। তিনি বলেন, সত্যি বলতে, এসব আমার কাছে পেছনের আওয়াজের মতো। আমি অবাক হইনি; বরং ভদ্রভাবে প্রতিক্রিয়া জানানোই ভালো মনে করেছি।

বর্তমানে খুলনায় শুটিংয়ে ব্যস্ত থাকা ইয়াশ জানান, এই পরিস্থিতিতে সহকর্মী ও ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তাতেই তিনি অনুপ্রাণিত হয়েছেন।

‘অনেক সহকর্মী আমার পক্ষে পোস্ট করেছেন, এমনকি ছবিটিও শেয়ার করেছেন- ওই বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এটি সত্যিই আমাকে ছুঁয়ে গেছে’ বলেন তিনি।

যদিও এমন ঘটনার পুনরাবৃত্তি দুঃখজনক, ইয়াশ মনে করেন, এটি সমাজের একটি ছোট অংশের কাজ, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্রাতিরিক্ত প্রচার পায়।

‘আমি বিশ্বাস করি, অধিকাংশ মানুষ এসব সমর্থন করেন না। নেতিবাচক মন্তব্যের নিচে বহু মানুষ প্রতিবাদ করছে- আমি সেই ইতিবাচক দিকেই মনোযোগ দিই’ যোগ করেন তিনি।

ভবিষ্যতের জন্য আশাবাদী ইয়াশ রোহান চান, যেন এমন অবস্থায় অন্য শিল্পীদের পক্ষেও সবাই দাঁড়ায়। ‘আমি চাই, শিল্পীদের পাশে সবাই দাঁড়াক- এটি অনেক আগেই হওয়া উচিত ছিল’ বলেন তিনি।