শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
চায়ের দেশখ্যাত শ্রীমঙ্গলে টানা দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার তাপমাত্রা নেমে আসে ১০ দশমিক শূন্য ডিগ্রিতে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, রোববার সকাল ৬টা ও ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়। তিনি বলেন, আগামী কয়েক দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। রাত ও ভোরে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলায় রোদের কারণে কিছুটা উষ্ণতা অনুভূত হতে পারে। তীব্র শীতে শিশু ও বয়স্কদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।



