ক্রীড়া ডেস্ক
২০২৫ সালটা জয় দিয়েই শেষ করেছিল আর্সেনাল। নতুন বছরে সেই ধারা ধরে রেখেছে মিকেল আর্তেতার দল। ইংলিশ প্রিমিয়ার লিগে গত পরশু অবশ্য বোর্নমাউথের মাঠে গ্যাব্রিয়েল মাগালহাসের মারাত্মক ভুলে ম্যাচের শুরুতেই ইভানিলসন গোল করলে পিছিয়ে পড়ে গানাররা। কিছুক্ষণ পরই দলকে সমতায় ফেরালেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারই। এরপর ডেকলাইন রাইসের জোড়া গোলে এগিয়ে যাওয়া মিকেল আর্তেতার দল। ১৯ মিনিটে বাকি থাকতে এলি জুনিয়র ক্রুপি গোল করলে ম্যাচ জমিয়ে তুলে বোর্নমাউথ। কিন্তু সমানতালে লড়াই চালিয়ে গেলেও আর কোনো অঘটন ঘটাতে পারেনি স্বাগতিকরা। বোর্নমাউথকে গত পরশু ৩-২ গোলে হারিয়ে লিগে আরো এগিয়ে আর্সেনাল। স্প্যানিশ লা লিগায় এমিরেটসের দলটির মতো জয়ে বছর শেষ করার পর নতুন বছরের শুরুতেই সেটি অব্যাহত রেখেছে বার্সেলোনা।
লা লিগায় শেষের দুই গোলে টানা নবম জয় নিয়ে মাঠ ছাড়ল বার্সেলোনা। আর এস্পানিওলকে হারিয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল। প্রতিপক্ষের মাঠে পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরি করতে পারছিল না ন্যূ ক্যাম্পের দলটি।
এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে গত পরশু কাতালান ডার্বিতে ৮৮ মিনিটে দানি ওলমো ও ৯০ মিনিটে রবার্ট লেভানোদোভস্কির গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরেছে বার্সেলোনা।



