নবীনগরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Printed Edition

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল আনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে নবীনগর উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের উদ্যোগে নবীনগর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের উত্তর মার্কেটে উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর বিএনপির মনোনীত প্রার্থী আইনজীবী এম এ মান্নান। এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সহসভাপতি হাদিসুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, ডা: ইদ্রিস, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, সুমন বাশার প্রমুখ।

অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, মহান আল্লাহর কাছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি। তিনি আমাদের মধ্যে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশাল্লাহ।