ইউরোপীয় ইউনিয়নের সমর্থক বুখারেস্টের উদারপন্থী মেয়র নিকুসোর ডান রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ‘রান-অফ’ ভোটে প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী জর্জ সিমিওনকে ভালো ব্যবধানে হারিয়েছেন। এ মাসের শুরুতে প্রথম দফার ভোটে সিমিওনই প্রথম হয়েছিলেন, তিনি দেশটির প্রেসিডেন্ট হলে তা ইউরোপের জাতীয়তাবাদীদের জন্য বড় জয় বলে বিবেচিত হতো।
এবারের রান-অফেও প্রবাসী ভোটারদের ব্যাপক সমর্থন পেয়েছিলেন তিনি; কিন্তু শেষপর্যন্ত ডানের সাথে পেরে ওঠেননি। “আপনি যাকেই ভোট দেন না কেন, আমাদের এখন একসাথে রোমানিয়াকে গড়ে তোলা দরকার,” জয় নিশ্চিত হওয়ার পর ডান এমনটাই বলেছেন। রোববারের রান-অফে রোমানিয়ার প্রায় এক কোটি ১৬ লাখ নাগরিক ভোট দিয়েছেন, তাদের মধ্যে ৬০ লাখেরও বেশি ভোটারের সমর্থন গেছে বুখারেস্টের উদারপন্থী মেয়রের বাক্সে।
নির্বাচনী প্রচারে ডান দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং ইউক্রেনকে সমর্থন দেয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অন্য দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের সমর্থক সিমিওনে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আক্রমণ করেছিলেন, বলেছিলেন জিতলে কিইভে সহায়তা কমাবেন। ভোটের পর সিমিওন নিজেকে বিজয়ীও ঘোষণা করেছিলেন, পরে সোমবার প্রথম প্রহরে তিনি হার স্বীকার করে নেন। তার সমর্থকরা প্রাথমিকভাবে একটি বড় আকারের বিক্ষোভেরও পরিকল্পনা করেছিল, যদিও পরে তা বাতিল হয়ে যায়।
গত বছরের শেষদিকে রোমানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটে কট্টর ডানপন্থী কলিন জর্জস্কু জয়লাভ করলেও পরে নির্বাচনী প্রচারে জালিয়াতি ও রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে সেই ভোট বাতিল হয়ে যায়। জর্জস্কুও প্রার্থিতা হারান। মস্কো নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে। পরে এ মাসের শুরুর দিকে প্রথম দফার ভোট হয়, যেখানে জর্জস্কুর পক্ষে দাঁড়ানো সিমিওন জেতেন।
রোববার জাতীয়তাবাদী এ প্রার্থীকে তিনি ‘জর্জস্কুর পাপেট’ কি না- এ প্রশ্ন করে বিবিসি। তার উত্তরে সিমিওন বলেন, “পাপেট তারা যারা আগের দফা ভোটকে বাতিল করেছিল। আমাদের লোকজন কলিন জর্জস্কুকে ভোট দিয়েছিল, আমি তাদেরই লোক।



