ক্রীড়া ডেস্ক
মাত্র ১৫ সেকেন্ডেই গোল! লুইস দিয়াজের এমন ঝড়ো সূচনায় শুরুতেই এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। এরপর হ্যারি কেনের রেকর্ডগড়া গোলে জার্মান চ্যাম্পিয়নরা ৩-০ ব্যবধানে হারায় আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে। জার্মান বুন্দেসলিগায় এই জয়ে ছয় ম্যাচে ছয় জয়ে টেবিলের শীর্ষে নিজেদের জায়গা আরো শক্ত করল ভিনসেন্ট কোম্পানির দল। ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড।
প্রতিপক্ষের মাঠে খেলা শুরুতে মানুয়েল ন্যূয়ারের লং পাসে হ্যারি কেনের মাথা দিয়ে ফ্লিক। এরপর সার্জ জিনাব্রির ক্রস ছয়-গজ বক্সে পেয়ে ১৫ সেকেন্ডেই বল জালে পাঠান দিয়াজ। ২৭ মিনিটে দিয়াজের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন কেন। এটি ছিল তার ছয় ম্যাচে ১১তম গোল। যা বুন্দেসলিগা ইতিহাসে কোনো খেলোয়াড়ের সবচেয়ে দ্রুত ১১ গোলের রেকর্ড। জার্মান বুন্দেসলিগায় শুরুর ছয় ম্যাচেই আর কোনো ফুটবলার টানা প্রতিটি ম্যাচে ও এতগুলো গোল করতে পারেনি।



