ত্রিমাত্রিক শব্দে বিটিএসের হিট গান, নতুন অভিজ্ঞতা

সাকিবুল হাসান
Printed Edition
ত্রিমাত্রিক শব্দে বিটিএসের হিট গান, নতুন অভিজ্ঞতা
ত্রিমাত্রিক শব্দে বিটিএসের হিট গান, নতুন অভিজ্ঞতা

বিটিএসের দু’টি জনপ্রিয় অ্যালবাম সঙ্কলন ‘দ্য মোস্ট বিউটিফুল মোমেন্ট ইন লাইফ’ এবং ‘লাভ ইওরসেলফ’ এখন ভক্তরা শুনতে পাবেন এক নতুন, অভূতপূর্ব উপায়ে।

আপনার প্রিয় গানটি প্রথমবারের মতো শোনার অভিজ্ঞতা ফিরে পাওয়া অসম্ভব। কিন্তু কোরিয়ান পপ সঙ্গীতের দল বিটিএসের অনুগত ভক্তরা, যারা আর্মি নামে পরিচিত, তাদের জন্য অ্যাপল মিউজিকের সৌজন্যে দলের কয়েকটি বড় হিট গান নতুন আঙ্গিকে শোনার সুযোগ এসেছে।

এই স্ট্রিমিং প্ল্যাটফর্মটি শুক্রবার ঘোষণা করেছে যে, দলটির দু’টি গুরুত্বপূর্ণ অ্যালবাম সঙ্কলন ২০১৫ এবং ২০১৬ সালে প্রকাশিত ‘দ্য মোস্ট বিউটিফুল মোমেন্ট ইন লাইফ’ এবং ২০১৭ সালে প্রকাশিত ‘লাভ ইওরসেলফ’ এখন ‘ডলবি অ্যাটমস’সহ স্পেশাল অডিওতে প্ল্যাটফর্মটিতে উপলব্ধ। গানগুলো বিটিএসের সামগ্রিক গান সঙ্কলনে যেমন সোনালি অধ্যায় তৈরি করেছিল, তেমনি আন্তর্জাতিক খ্যাতি অর্জনের যাত্রায় সূচনা বিন্দু হিসেবেও কাজ করেছে। অ্যাপলের স্পেশাল অডিও প্রযুক্তি ব্যবহার করে, ভক্তরা সঙ্কলনটির অন্তর্ভুক্ত ছয়টি অ্যালবামকে এক নিমগ্ন (চার পাশের) অভিজ্ঞতায় উপভোগ করতে পারবেন। ধরুন আপনার প্রিয় গান ‘ইয়াং ফরেভার’ একটি বাক্স। গানটির প্রতিটি শ্রুতিমধুর অংশ একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট অবস্থানে বাক্সের মধ্যে রাখা একটি বস্তু; এটাই স্পেশাল অডিও। প্রধান কণ্ঠস্বর, সহযোগী কণ্ঠস্বর এবং বিভিন্ন বাদ্যযন্ত্র ও শব্দের নিজস্ব স্থান থাকায়, প্রতিটি উপাদান আলাদাভাবে উজ্জ্বল হয়ে উঠতে পারে। ‘ইয়াং ফরেভার’ গানে, গানটির বহুপরিচিত ‘দলীয় কণ্ঠস্বরের’ সমাপ্তি কণ্ঠস্বরের একাধিক স্তরের স্পষ্ট পার্থক্যের কারণে এক নতুন মাত্রায় উন্নীত হয়েছে। অন্যদিকে, বিটিএসের জনপ্রিয় উৎসাহমূলক গান, ‘বার্নিং আপ (ফায়ার)’, স্পেশাল অডিওর প্রতি আরো সৃজনশীল দৃষ্টিভঙ্গি নিয়েছে, যা আপনাকে গানে এমনভাবে নিমজ্জিত করে যেন গানটি আপনার চারপাশে ঘুরছে।

স্পেশাল অডিও একটি গানকে কতটা বদলে দিতে পারে, তা বলে বোঝানো কঠিন অনেক গানভক্তের প্রিয় থাকা সত্ত্বেও একেবারে নতুন মনে হয়। বিটিএসের ক্ষেত্রে, স্পেশাল অডিও প্রতিটি সদস্যের কণ্ঠস্বরকে তা সে প্রধান বা সহযোগী কণ্ঠস্বরই হোক না কেন গানে গানে স্বতন্ত্রভাবে প্রকাশ হতে সাহায্য করে। চরম ভক্ত আর্মি-দের জন্য, স্পেশাল অডিও এতদিনে পরিচিত হয়ে যাওয়া গানগুলোতে নতুন সূক্ষ্মতা আবিষ্কারের এক দুর্দান্ত উপায়। হাইব স্টুডিওর প্রকৌশলী ইয়াং গা এক বিবৃতিতে বলেন, ‘এই ডলবি অ্যাটমস মিশ্রণটির বৈশিষ্ট্য হলো এটি মূল গানটির দুই-চ্যানেল শব্দ বিন্যাস (স্টিরিও চিত্র) এবং ভারসাম্য যতটা সম্ভব বজায় রেখে শব্দের স্থানগত প্রসারণকে সূক্ষ্মভাবে পরিপূরক করে তোলে। মূল কণ্ঠস্বরের উপর জোর বাড়ানোর পাশাপাশি, আমরা পেছনের কণ্ঠস্বর এবং তাৎক্ষণিক পরিবেশন করা কণ্ঠস্বরগুলোর বিশদ বিবরণ আরো স্পষ্ট সংজ্ঞায় প্রকাশ করে প্রতিটি কণ্ঠস্বরের স্তরকে আরো স্পষ্টভাবে আলাদা করার জন্য ডিজাইন করেছি।’

স্টুডিও প্রকৌশলী আরো যোগ করেন, ‘ভক্তরা এমনকি পরিচিত গানগুলোতেও নতুন শব্দের স্তর এবং গভীরতা অনুভব করতে পারবেন। আর যদি আপনারা কণ্ঠস্বরগুলোর বিচ্ছেদ, বাদ্যযন্ত্রের মধ্যে দূরত্ব এবং স্থানের ত্রি-মাত্রিক অভিব্যক্তির প্রতি মনোযোগ দেন, তবে মূল গান থেকে একটি ভিন্ন আবেগিক রূপরেখা অনুভব করতে পারবেন। দুই-চ্যানেল শব্দ বিন্যাস (স্টিরিও) এবং চিত্র যেমন আছে তেমনই রেখে, শব্দ আরো গভীর এবং প্রশস্ত হয়েছে। প্রধান কণ্ঠস্বর আরও পরিষ্কার এবং পেছনের ও তাৎক্ষণিক পরিবেশিত কণ্ঠস্বরগুলো ত্রি-মাত্রিকভাবে জীবন্ত হয়ে ওঠে এবং নতুন আবেগিক রূপরেখা প্রকাশ করে।’ ‘দ্য মোস্ট বিউটিফুল মোমেন্ট ইন লাইফ, পার্ট ১’, ‘দ্য মোস্ট বিউটিফুল মোমেন্ট ইন লাইফ, পার্ট ২’, ‘দ্য মোস্ট বিউটিফুল মোমেন্ট ইন লাইফ : ইয়াং ফরেভার’ , ‘লাভ ইওরসেলফ : হার’ , ‘লাভ ইওরসেলফ : টিয়ার’ এবং ‘লাভ ইওরসেলফ : অ্যানসার’ অ্যালবামগুলো এখন শুধুমাত্র অ্যাপল মিউজিকে ডলবি অ্যাটমসসহ স্পেশাল অডিওতে উপলব্ধ।