গুগল ফটোসের নতুন সুবিধা

আহমেদ ইফতেখার
Printed Edition
গুগল ফটোসের নতুন সুবিধা
গুগল ফটোসের নতুন সুবিধা

গুগল ফটোস অ্যাপে যুক্ত হয়েছে আলট্রা এইচডিআর নামে ছবি সম্পাদনার নতুন একটি সুবিধা। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধাটি ব্যবহার করলে স্মার্টফোনে তোলা পুরোনো ছবি এখন দেখতে আরো উজ্জ্বল, রঙিন ও ডিটেইল হবে। আলট্রা এইচডিআর গুগলের নিজস্ব একটি উন্নতমানের ছবি ফরম্যাট। যদিও এটি সাধারণ জেপিজি এক্সটেনশনেই থাকবে। তবে এর প্রযুক্তি আলাদা। ছবিতে আলোর মাত্রা, রঙের ঘনত্ব ও ছায়ার ভারসাম্য আরো নিখুঁতভাবে উপস্থাপন করতে সক্ষম হবে এই ফরম্যাট। এতে ছবির সূক্ষ্ম বিবরণ স্পষ্ট হবে এবং যেকোনো আলো-পরিবেশে তোলা ছবিও অনেক বেশি প্রাণবন্ত দেখাবে। নতুন এই সুবিধা ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পুরোনো ছবিগুলোকেও আলট্রা এইচডিআর ফরম্যাটে রূপান্তর করতে পারবেন।

শুরুতে সবার ফোনে একসঙ্গে চালু হচ্ছে না। গুগল ধাপে ধাপে এই সুবিধা উন্মুক্ত করছে। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা ‘আলট্রা এইচডিআর’ অপশনটি খুঁজে পাবেন।

আলট্রা এইচডিআর ফরম্যাটের আরেকটি বড় সুবিধা হলো- এটি প্রচলিত জেপিজি ফাইলের চেয়ে কম স্টোরেজ নেবে। ফলে স্মার্টফোন বা ক্লাউডে জায়গা বাঁচবে। পাশাপাশি, এই ফরম্যাটের ছবি এমন ডিভাইসেও দেখা যাবে, যেগুলো এইচডিআর সাপোর্ট করে না। তবে ওই যন্ত্রে ছবিগুলো সাধারণভাবে দেখা গেলেও আলট্রা এইচডিআরের বিশেষ বৈশিষ্ট্যগুলো দৃশ্যমান হবে না। কোনো ছবি আলট্রা এইচডিআর ফরম্যাটে আছে কিনা, তা জানতে চাইলে ছবিটি ওপেন করে উপরের দিকে সোয়াইপ করে বিস্তারিত তথ্যের অংশে যেতে হবে।