কিশোরগঞ্জ প্রতিনিধি
খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিত ও টিও নিবন্ধন প্রদানের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সদর উপজেলা শাখা। রোববার উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রায় ৫১ জন বিক্রেতা অংশ নেন।
মানববন্ধনে অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান বলেন, সরকারের নতুন সিদ্ধান্তে আমাদের লাইসেন্স বাতিলের ঘোষণা উদ্বেগজনক। এতে দেশের প্রায় ৪৪ হাজার বিক্রেতা পরিবার ক্ষতিগ্রস্ত হবে। মুখপাত্র সালাহউদ্দিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দিচ্ছি। এখন লাইসেন্স বাতিল হলে কৃষকরা সারসঙ্কটে পড়বেন। সহসভাপতি ফাইজুল ইসলাম বলেন, ৩০ বছর ধরে আমরা এই ব্যবসা করে আসছি। এখন বাদ দিলে কৃষক ও আমাদের উভয়ের ক্ষতি হবে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কৃষি উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হয়। বক্তারা বলেন, খুচরা বিক্রেতারা বাদ পড়লে তৃণমূলে সার বিতরণ ব্যবস্থা ভেঙে পড়বে এবং পাঁচ কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।



