সেমস-গ্লোবালের ৪ দিনের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু ১০ সেপ্টেম্বর

Printed Edition

বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল, ঢাকায় আগামী ১০ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স’ সংশ্লিষ্ট ‘২৪তম টেক্সটেক বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো’, ‘২৪তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৫-সামার এডিশন’ এবং ‘৪৮তম ডাই + কেম বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো’।

গতকাল রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রদর্শনীগুলো আয়োজন সম্পর্কিত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের গ্রুপ সিইও এস এস সারওয়ার; সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং সেমস-গ্লোবালের ডিরেক্টর অভিষেক দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরবিআর ইনোভেশন লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন এবং ডাইসিন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আমানুর রহমান। সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম সংবাদ মাধ্যমকে প্রদর্শনীগুলো আয়োজনের নানাবিধ বিষয় তুলে ধরে বলেন- এই তিনটি প্রদর্শনী বাংলাদেশের গার্মেন্ট ও টেক্সটাইল শিল্পের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী, যা বিগত ২৩ বছরের ধারাবাহিকতায় এ বছর ২৪ বারের ন্যায় অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীগুলো ক্রেতা ও স

প্রদর্শনী চলাকালীন ৫টি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। অ্যাক্সেন্টেক পিএলসি, আজিয়াটা গ্রুপের সহ-আয়োজনে, ১০ সেপ্টেম্বর, বুধবার, বিকাল ৫:০০ ৬:০০ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ফাইভ জি, ক্লাউড অ্যান্ড বিয়োন্ড : সেইপিং অ্যা সাসটেইনেবল আরএমজি ইন্ডাস্ট্রি’ শীর্ষক সেমিনার। টেক্সটাইল টুডে ম্যাগাজিনের সহ-আয়োজনে, ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, বিকাল ৪:১৫, ৫:৪৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ইউএস রিসিপ্রোকাল ট্যারিফ অ্যান্ড ইটস আফটারম্যাথ’ শীর্ষক সেমিনার। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির সহ-আয়োজনে, ১২ সেপ্টেম্বর, শুক্রবার, বিকাল ৩:০০, ৪:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ইন্টিগ্রেটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনটু বাংলাদেশের আরএমজি অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি : অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনার। একই দিনে, ইকোভিয়া লিমিটেডের সহ-আয়োজনে বিকাল ৫:০০, ৬:০০ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ফ্রম ওয়েস্ট টু ওয়েলথ : সার্কুলার ইকোনমি সল্যুশনস ফর দ্য টেক্সটাইল ভ্যালু চেইন’ শীর্ষক সেমিনার। বাংলাদেশে আলিবাবা ডটকমের চ্যানেল পার্টনার স্কাই টেকের সহ-আয়োজনে, ১৩ সেপ্টেম্বর, শনিবার, সকাল ১১:৩০, দুপুর ১:০০ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘হাউ আলিবাবা ডটকম সাপোর্টস এক্সপোর্টারস ইন