খুলনা ব্যুরো
খুলনায় রোববার রাতে বন্দুক ও বোমা হামলায় মাদরাসা শিক্ষক এমদাদুল হক (৫৫) নিহত ও বিএনপি নেতা মামুন শেখসহ (৪৫) তিনজন আহত হন। গতকাল সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং পুলিশ কাউকে আটক করতে পারেনি।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আইটি গেটসংলগ্ন ৩ নম্বর ওয়ার্ড বিএনপি অফিসে এ বোমা হামলা ও গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেম্বার মামুন শেখ ও বেলাল খানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত এমদাদুল হক বছিতলা নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিএনপি নেতা ও ইউপি সদস্য মামুন স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তার অফিসে বসে ছিলেন। এ সময় শিক্ষক এমদাদুল হকসহ কয়েকজন ওয়াজ মাহফিলের সহযোগিতার ব্যাপারে আলাপ করতে মামুন শেখের পাশে বসা ছিলেন। রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে অফিস লক্ষ্য করে বোমা এবং গুলি করে চলে যায়। এ ঘটনায় ইউপি সদস্য এমদাদুল হক, মামুন শেখ, কাঠমিস্ত্রি বেলাল খান ও মিজানুর রহমান গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার এমদাদুল হককে মৃত ঘোষণা করেন।
 


