ড. অণিমা ও ড. প্রিয়াঙ্কা দুটি বিশ^বিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান

বিনোদন প্রতিবেদক
Printed Edition
ড. অণিমা ও ড. প্রিয়াঙ্কা দুটি বিশ^বিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান
ড. অণিমা ও ড. প্রিয়াঙ্কা দুটি বিশ^বিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান

দেশের ঐতিহ্যবাহী বিশ^বিদ্যালয় ঢাকা বিশ^বিদ্যালয় ও জগন্নাথ বিশ^বিদ্যালয়। জগন্নাথ বিশ^বিদ্যালয়ের (জবি) সঙ্গীত বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন দেশের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীতশিল্পী ড. অণিমা রায়। গতকাল থেকে তিনি অফিসিয়ালি তার উপর অর্পিত দায়িত্ব নিয়ে বিভাগের জন্য কাজ শুরু করেছেন। আগামী তিন বছরের জন্য অণিমা রায় এই দায়িত্বে নিযুক্ত হলেন বলে জানিয়েছেন অণিমা রায়। সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা আবারো বিভাগের চেয়ারম্যান হিসেবে ড. অণিমা রায়কে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত। কারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, তিনি দায়িত্বে থাকলে তাদের অনেক স্বপ্নই পূরণ হবে। সেই আস্থা সেই বিশ^াসকে মর্যাদা দিতে অণিমা নিজেও ভীষণ প্রত্যাশী। ড. অণিমা রায় বলেন, ‘আমি তো যতটা খুশি তার চেয়েও বেশি খুশি আমার ছাত্রছাত্রীরা। কারণ তারা মনে করে, চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্ব নেয়া মানেই হলো আবার তাদের বড় বড় স্বপ্ন পূরণ, আবার বড় বড় অনুষ্ঠান করাসহ আরো অনেক কিছুই। তো তাদের স্বপ্ন যদি পূরণ করতে পারি তাহলেই কেবল আমার আবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়াটা সার্থক হবে। কারণ শিক্ষার্থীরা যেভাবে বিভাগটাকে দেখতে চায় আমি সেভাবেই আগামী তিন বছর কাজ করব। বিভাগটা যেন আরো দৃষ্টিনন্দন হয়। কারণ আমি মনে করি, সুন্দরের সাথে বসবাস না করতে পারলে সুর আসবে কেমন করে? এর আগে আমার চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত সময়কালে আমি দু’টি সঙ্গীত উৎসব করেছি যা আন্তর্জাতিক মানের এবং এখনো তা দৃষ্টান্ত হয়ে আছে। তো এবারো ঠিক তেমনি বাসনা থাকবে আমার যেন আরো বড় পরিসরে সবাইকে সঙ্গে নিয়ে কিছু করতে পারি, আমাদের সঙ্গীত বিভাগ তথা জগন্নাথ বিশ^বিদ্যালয়ে সফলতার ধারাবাহিকতায় আরো একটি পালক যেন যুক্ত করতে পারি।’ এদিকে ঢাকা বিশ^বিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান হিসেবে বেশ আগেই দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী সঙ্গীতশিল্পী ড. প্রিয়াঙ্কা গোপ। এরই মধ্যে তার সার্বিক তত্ত্বাবধানে সঙ্গীত বিভাগ থেকে বেশ কয়েকটি উল্লেখযোগ্য অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে। বিভাগের শিক্ষকসহ শিক্ষার্থীরা প্রিয়াঙ্কা গোপের কর্মকাণ্ডে ভীষণ সন্তুষ্ট। অর্থাৎ বেশ সততার সাথে নিষ্ঠার সাথে প্রিয়াঙ্কা তার দায়িত্ব পালন করছেন। ড. প্রিয়াঙ্কা গোপ বলেন, ‘গান গাওয়া এবং শিক্ষকতা এই দুটো পেশাকে একসাথে নিয়ে পথচলা একটু চ্যালেঞ্জিংই বটে। তার উপর আবার এখন সঙ্গীত বিভাগের চেয়ারম্যান। এটা যেন আরো একটু বেশিই চ্যালেঞ্জিং। আমি আমার সাধ্যমতো বিভাগের জন্য যা যা করণীয় সবই করার চেষ্টা করছি। কারণ আমি মনে করি, একদিন দায়িত্ব শেষ হয়ে যাবে কিন্তু আমার করে যাওয়া কাজ দৃষ্টান্ত হয়ে থেকে যাবে।