প্রার্থীদের হলফনামা যাচাই করবে দুদক

নিজস্ব প্রতিবেদক
Printed Edition

জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের হলফনামা পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ে রিপোর্টার্স অ্যাগেইন্টস করাপশনের (র‌্যাক) নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের হলফনামায় সম্পদের বিবরণ রয়েছে। ওয়েবসাইটে এসব হলফনামা পাওয়া যাচ্ছে। ইসিকে অনুরোধ জানিয়েছি কারো সম্পদের তথ্য সন্দেহজনক হলে তা আমাদের অবগত করতে। আমরাও হলফনামা পরীক্ষা-নিরীক্ষা করব। দরকার হলে দুদকের অনন্য কর্মকাণ্ড কমিয়ে এ কাজটি করার চেষ্টা করব। একই সাথে গণমাধ্যম কর্মীদেরও হলফনামা পরীক্ষা-নিরীক্ষার আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান।

নতুন আইন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বক্তব্য সুস্পষ্ট- দুর্নীতির সাথে কোনো আপোষ নয়। যদি আপোষযোগ্য না হয়ে থাকে, তার মানে আপোষ করা যাবে না। যদি নতুন আইনে আপোষের কথা বলা থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের আগের অবস্থানেই থাকব। প্রয়োজনে সরকারের সাথে কথা বলব।

মতবিনিময় সভায় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হাফিজ আহসান ফরিদসহ র‌্যাকের সভাপতি সাফি উদ্দিন, সাধারণ সম্পাদক তাবারুল হকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।