আশুলিয়ায় সৃজিত দলিলে বেদখলের আশঙ্কায় জমির মালিকরা

Printed Edition

আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা

আশুলিয়ায় একটি প্রতারকচক্র সৃজিত (বানোয়াট) দলিল ব্যবহার করে এসিল্যান্ড অফিস থেকে জমির নামজারি ও জমাভাগ করে নিয়েছে, এমন অভিযোগ উঠেছে। তদন্তে অসঙ্গতি প্রমাণিত হওয়ায় আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ইতোমধ্যে নামজারি ও জমাভাগ বাতিল করেছেন। তবে প্রতারকচক্রটি প্রভাবশালী হওয়ায় জমির প্রকৃত মালিকরা বেদখলের আশঙ্কায় রয়েছেন।

ভূমি অফিস সূত্রে জানা যায়, বাইপাইল মৌজার এসএ ৩৩৭, আরএস ৭৮০ ও বিআরএসের বিভিন্ন দাগে মোট ১৮ দশমিক ৬৯ শতাংশ পৈতৃক জমির মালিক তোফাজ্জল হোসেন ওরফে তোতা মিয়া গং। তিনি ২০২৩ সালের ২৯ অক্টোবর ও ২০২৪ সালের ২৪ মার্চ দু’টি পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে মোট ১২ দশমিক ৪৪ শতাংশ জমি নজরুল ইসলাম ও আকরাম গংদের হস্তান্তর করেন। পরে বাৎসরিক খাজনা দিতে গিয়ে তারা দেখতে পান, জমিটি অন্যদের নামে নামজারি হয়ে গেছে। অনুসন্ধানে বেরিয়ে আসে, শফিউল্লাহ সরকার, আহসান উল্লাহ সরকার ও সানোয়ার হোসেনের নেতৃত্বে একটি চক্র বানোয়াট দলিল তৈরি করে নামজারি সম্পন্ন করেছে। ভুক্তভোগীরা এ ঘটনায় মিসকেস (নং ৩৬৬/২০২৫) দায়ের করলে এসিল্যান্ড অফিসের নোটিশে কেউ হাজির না হলেও পরে সৃজিত দলিলের কিছু গৃহীতা আদালতে আত্মসমর্পণ করে দলিলটি ভুয়া বলে স্বীকারোক্তি দেন।

আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তাও দলিল জালিয়াতির প্রাথমিক সত্যতা নিশ্চিত করে প্রতারকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান।