মালদ্বীপের টুর্নামেন্টে বাংলাদেশকে আমন্ত্রণ

ক্রীড়া প্রতিবেদক
Printed Edition

জুনে মালদ্বীপে অনুষ্ঠিত হবে চার জাতি ফুটবল টুর্নামেন্ট। মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তাদের এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত। এই আসরে অংশ নেয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে মালদ্বীপ। সে সাথে সাফ অঞ্চলের আরো দুই দেশ নেপাল ও শ্রীলঙ্কাকেও আমন্ত্রণ জানিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন অব মালদ্বীপ। ইতোমধ্যেই শ্রীলঙ্কা এই আসরে অংশ নেয়ার বিষয়ে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে এখন পর্যন্ত বাফুফে কোনো কিছু জানায়নি। নেপালও চুপ।

জুন-জুলাইয়ে বিশ্বকাপ ফুটবলের সময়। তখন ফিফা উউন্ডো আছে। বাংলাদেশ এর আগে ২০০০ সালে মালদ্বীপে গোল্ডেন জুবিলি ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল। সেই আসরে বাংলাদেশ ভারত ও মালদ্বীপের সাথে ১-১ গোলে ড্র করেছিল। ০-১ গোলে হেরেছিল শ্রীলঙ্কার কাছে। দুই গোল করেছিলেন জুলফিকার মাহমুদ মিন্টু।