ঠাকুরগাঁওয়ে আগুনে ২০ ঘর ভস্মীভূত

Printed Edition

রুহিয়া (ঠাকুরগাঁও) সংবাদদাতা

ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামে অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের অন্তত ২০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাতে এই দুর্ঘটনায় পরিবারগুলো এখন তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জহিরুল ইসলামের বাড়ি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। ঘন বসতিপূর্ণ হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে জহিরুল ইসলাম, ফারুক হোসেন, আবুল হোসেন, কাজল হোসেন ও মোতাহার হোসেনের বসতঘর এবং ভেতরে থাকা আসবাব, কাপড়চোপড়, বইখাতা ও মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ডেকোরেশন ব্যবসায়ী মোতাহার হোসেন বলেন, ঘরে কিস্তির ৬৫ হাজার টাকা ছিল। নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল। জহিরুল ইসলাম বলেন, তবে আগুনের সময় বাড়ির সবাই বাইরে থাকায় কোনো প্রাণহানি ঘটেনি, এটাই যা স্বস্তি। শীতে শিশুদের নিয়ে কোথায় দাঁড়াব জানি না।