ইন্টেলের চলতি সঙ্কট মোকাবেলায় বড় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন নতুন প্রধান নির্বাহী (সিইও) লিপ-বু টান। চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি এখন থেকে শুধু মূল ব্যবসায় মনোনিবেশ করবে বলে ঘোষণা দিয়েছেন প্যাট গেলসিঞ্জারের স্থলাভিষিক্ত টান। এ জন্য ননকোর বা লাভজনক নয় এমন ব্যবসা ইউনিট বিক্রি করা হবে।
নতুন সিইও হিসেবে প্রথম সপ্তাহেই গ্রাহকদের সাথে এক বৈঠকে টান স্বীকার করেন, ইন্টেল তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ইভেন্টে তিনি জানান, ইন্টেলের সমস্যা সমাধানে সময় লাগবে, এর কোনো তাৎক্ষণিক সমাধান নেই। টান এ সময় বলেন, ‘আমরা অনেক প্রতিভা হারিয়েছি।’
ইন্টেলকে আরো দক্ষ করার পরিকল্পনা প্রকাশ করেছেন সিইও। তিনি জানান, প্রকৌশলীদের আরো সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করে দক্ষ হতে চায় ইন্টেল। এটি এনভিডিয়া এবং এএমডির মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে বাজারে আধিপত্য হারানোর পরবর্তী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তিনি অতিরিক্ত ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়ার পাশাপাশি তাদের উদ্ভাবনের স্বাধীনতা দেয়ারও পরিকল্পনা করছেন। টানের মতে, কর্মীদের হাতে বেশি স্বাধীনতা দিলেই ইন্টেল নতুন প্রযুক্তি নিয়ে এগিয়ে যেতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপবাজারে এনভিডিয়ার তুলনায় অনেক পিছিয়ে আছে ইন্টেল। এনভিডিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে পরিচিত, যার বাজারমূল্য তিন ট্রিলিয়ন ডলারেরও বেশি।
টানের প্রত্যাশা, কোম্পানি গ্রাহকদের চাহিদার প্রতি আরো দ্রুত সাড়া দেবে। এর একটি উপায় হতে পারে গ্রাহকদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী কাস্টম সেমিকন্ডাক্টর তৈরি করা।



