কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়ার ২৪টি চা বাগানসহ জেলার মোট ৯২টি চা বাগানের শ্রমিকরা কুষ্ঠ রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছেন। স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি সংস্থা হীড বাংলাদেশ সংক্রামক এ রোগ মোকাবিলায় কাজ করলেও সচেতনতার অভাবে ঝুঁকি কমছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৬ উপলক্ষে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় জানানো হয়, মৌলভীবাজারসহ দেশের ৯টি জেলা কুষ্ঠ রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এসব জেলায় প্রতি লাখে পাঁচজন বা তার বেশি মানুষ কুষ্ঠ রোগে আক্রান্ত। চিকিৎসা না পেলে আক্রান্তদের প্রায় ১০ শতাংশ স্থায়ী প্রতিবন্ধিতার শিকার হন।
রোববার আয়োজিত র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জাকির হোসেন। তিনি বলেন, কুষ্ঠ রোগ নিয়ে সামাজিক কুসংস্কারের কারণে অনেক রোগী প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নেন না। অথচ সময়মতো শনাক্ত হলে এই রোগ পুরোপুরি নিরাময়যোগ্য।
তিনি আরো বলেন, চা বাগান এলাকায় টিবির প্রকোপ বেশি থাকায় কুষ্ঠ রোগের ঝুঁকিও তুলনামূলক বেশি। সচেতনতার অভাবই বড় বাধা। তবে বর্তমানে মানুষ আগের চেয়ে সচেতন হচ্ছে এবং অনেকেই পরীক্ষা করাচ্ছেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার, স্বাস্থ্য পরিদর্শক, নার্সিং সুপারভাইজার ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এবারের প্রতিপাদ্য ছিল, ‘এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি’।



