ঐতিহ্যের ধারায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের একান্ন ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে ‘লোকপ্রশাসন দিবস-২০২৬’ আগামী ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানটির টাইটেল স্পনসর হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।
এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে সকাল ৯টায় দিনব্যাপী এই আয়োজন শুরু হবে। র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। পরবর্তীতে টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে নবীনবরণ, বিদায় সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারপারসন ড. সৈয়দা লাসনা কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান পিএইচডি। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।
আরো উপস্থিত থাকবেন দেশের প্রশাসনিক ও নীতিনির্ধারণী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. সায়মা হক বিদিশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ঢাবির লোকপ্রশাসন বিভাগ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আকা ফিরোজ আহমেদ, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর ড. ফেরদৌস আরফিনা ওসমান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মো: জালাল আহমেদ।
লোকপ্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত থাকবেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম আহমেদ, লোকপ্রশাসন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিভাগের মহাপরিচালক আ স ম হুমায়ুন কবির (অতিরিক্ত সচিব), লোকপ্রশাসন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আহসান হাবীব এবং আ ক ম সাইফুল্লাহ্ (ডুপা)।
অনুষ্ঠানটির সম্প্রচার সহযোগী হিসেবে রয়েছে- যমুনা টেলিভিশন, ই-মিডিয়া পার্টনার হিসেবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে নয়া দিগন্ত।
দিবসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ আয়োজন- যা নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করার পাশাপাশি ভবিষ্যৎ প্রশাসক তৈরিতে প্রেরণা জোগায়। আয়োজক কমিটি আশা প্রকাশ করেছে, প্রাইম ব্যাংক পিএলসির সহযোগিতায় আয়োজিত ‘লোকপ্রশাসন দিবস-২০২৬’ শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই এবং অতিথিদের সক্রিয় অংশগ্রহণে একটি সফল ও স্মরণীয় আয়োজনে পরিণত হবে।



