চাঁদপুর-৫ আসন

জামায়াতের শক্তি নিয়ে মাঠে এলডিপির ড. নেয়ামুল বশির

Printed Edition
জামায়াত নেতৃবৃন্দের সাথে ১০ দলীয় জোটপ্রার্থী এলডিপির নেতা ড. নেয়ামুল বশির : নয়া দিগন্ত
জামায়াত নেতৃবৃন্দের সাথে ১০ দলীয় জোটপ্রার্থী এলডিপির নেতা ড. নেয়ামুল বশির : নয়া দিগন্ত

শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে নতুন করে আলোচনায় এসেছেন ১০ দলীয় জোটের প্রার্থী ও এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির। জামায়াতে ইসলামীসহ জোটভুক্ত দলগুলোর সর্বশক্তি নিয়ে তিনি নির্বাচনী মাঠে নামছেন বলে ঘোষণা দিয়েছেন।

এই আসনে জামায়াতে ইসলামীর প্রভাবশালী প্রার্থী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও জোটগত সিদ্ধান্তের কারণে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না। ফলে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জামায়াতসহ ১০ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে ড. নেয়ামুল বশিরকে সামনে আনা হয়েছে।

গত ২৩ জানুয়ারি শুক্রবার চাঁদপুর-৫ আসনের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও সংক্ষিপ্ত নির্বাচনী গণসংযোগকালে ড. নেয়ামুল বশির বলেন, দেশের চলমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে ইসলামপন্থী ও জাতীয়তাবাদী শক্তির ঐক্য সময়ের দাবি। তিনি বলেন, ‘১০ দলীয় জোট আমাকে যোগ্য বিবেচনা করেই এ আসনে মনোনয়ন দিয়েছে। আমি বিশ্বাস করি, জামায়াতে ইসলামীসহ জোটভুক্ত সব দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাকে বিজয়ের দিকে এগিয়ে নেবেন।’

শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তফা কামাল জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে।