কান উৎসবে সেরা ছবির দৌড়ে এগিয়ে কারা

আলমগীর কবির
Printed Edition
কান উৎসবে সেরা ছবির দৌড়ে এগিয়ে কারা
কান উৎসবে সেরা ছবির দৌড়ে এগিয়ে কারা

প্রায় দুই সপ্তাহ ধরে জমকালো প্রিমিয়ার, তারকাখচিত প্রেস কনফারেন্স এবং সমুদ্রতীরবর্তী পার্টির আনন্দঘন পরিবেশ শেষে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের লাল গালিচা গুটিয়ে নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। বাকি আছে কেবল একটি কাজ। এবারের পাল্মে দ’র বিজয়ী ঘোষণার পালা।

ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিনোশের নেতৃত্বে গঠিত নয় সদস্যের জুরি শনিবার রাতে এই পুরস্কার জয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা ২২টি চলচ্চিত্রের মধ্যে একটি নির্বাচন করবে। প্রতিযোগিতায় রয়েছেন ওয়েস অ্যান্ডারসন, আরি অ্যাসটার, রিচার্ড লিংকলেটার এবং জোয়াকিম ট্রিয়েরের মতো নামী নির্মাতারা।

ফ্রান্সের দক্ষিণের মনোরম উপকূলীয় শহরে ১২ দিনের এই আয়োজনের সমাপ্তি ঘটে ২৪ মে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিট) উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসর শেষ হবে।

প্রতিবারের মতো এবারও মূল প্রতিযোগিতা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দেওয়া হবে একটি করে স্বর্ণপাম। আদনান আল রাজীব পরিচালিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ কি স্বর্ণপাম জিতবে, সেই কৌতূহল এখন দেশী দর্শকদের মনে। তবে পুরস্কার জিতুক বা না-জিতুক, কানের ইতিহাসে ‘আলী’ ইতোমধ্যেই একটি ইতিহাস গড়েছে। এটি বাংলাদেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এই বিভাগে জায়গা করে নিয়েছে।

২৩ মে স্থানীয় সময় সকাল ১১টায় পালে দে ফেস্টিভাল ভবনের দুবুসি থিয়েটারে এবং দুপুর ১টায় বাজিন থিয়েটারে ‘আলী’-এর দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নির্মাতা আদনান আল রাজীব, নাম ভূমিকায় অভিনয় করা নোয়াখালীর ছেলে আল আমিন, প্রযোজক তানভীর হোসেন, নির্বাহী প্রযোজক মো. হাবিবুর রহমান, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু, শিল্প নির্দেশক শিহাব নুরুন নবী, কস্টিউম ডিজাইনার আনিকা জাহিন, লাইন প্রোডিউসার নিকিতা আহমেদ ও প্রধান সহকারী পরিচালক মিরাজ হোসেন।

এবার কান উৎসবে জমা পড়েছিল ৪ হাজার ৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যার মধ্য থেকে মাত্র ১১টি ছবি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। ‘আলী’ সেগুলোর একটি। ১৫ মিনিট দৈর্ঘ্যরে এই ছবির গল্প গড়ে উঠেছে বাংলাদেশের উপকূলীয় একটি শহরের এক কিশোরকে ঘিরে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। শহরে যাওয়ার স্বপ্নে মুগ্ধ আলী গানের প্রতিযোগিতায় অংশ নেয়, আর সে গাইতে পারে নারীকণ্ঠেও!

এই বিভাগে ফিলিপাইনের আরভিন বেলারমিনো ও কাইলা ড্যানেল রোমেরো পরিচালিত ‘আগাপিতো’ ছবির সহ-প্রযোজকও আদনান আল রাজীব। ফলে এবারের কানে তার দুটি চলচ্চিত্র প্রতিযোগিতায় রয়েছে, যা বাংলাদেশের কোনো নির্মাতার ক্ষেত্রে প্রথম।

স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতায় নির্বাচিত অন্য চলচ্চিত্রগুলো হলো : ‘লিলি’ (চীন), ‘আর্গুমেন্টস ইন ফেভার অব লাভ’ (যুক্তরাষ্ট্র), ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’ (ইসরাইল), ‘ফিল দো ল্যু’ (ফ্রান্স), ‘হাইপারসেনসিটিভ’ (ফ্রান্স), ‘ড্যামেন’ (ফ্রান্স), ‘দ্য স্পেকট্যাকল’ (হাঙ্গেরি), ‘দ্য লোনলিনেস অব লিজার্ডস’ (পর্তুগাল), ‘ভালচার্স’ (দক্ষিণ আফ্রিকা)।

স্বর্ণপাম জয়ী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ঘোষণা করবেন জার্মান পরিচালক মারেন আদে, যিনি লা সিনেফ ও স্বল্পদৈর্ঘ্য বিভাগের প্রধান বিচারক। তার সঙ্গে বিচারক হিসেবে আছেন আমেরিকান পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন, ফরাসি গায়িকা-অভিনেত্রী ক্যামেলিয়া জর্ডানা, স্প্যানিশ প্রযোজক হোসে মারিয়া প্রাদো গার্সিয়া এবং ক্রোয়াট পরিচালক নেবয়শা স্লিয়েপসেভিচ।

মূল প্রতিযোগিতার হালচাল : এবার স্বর্ণপামের জন্য লড়ছে ২২টি চলচ্চিত্র, যার মধ্যে সাতটি পরিচালনা করেছেন নারী নির্মাতারা। কান ইতিহাসে এখন পর্যন্ত মাত্র তিন নারী এই সম্মান অর্জন করেছেন : জেন ক্যাম্পিয়ন, জুলিয়া দুকুরনো ও জাস্টিন ত্রিয়ে। এবারের বিচারকমণ্ডলীর নেতৃত্ব দিচ্ছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ, যিনি টানা দ্বিতীয়বারের মতো মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক।

সমালোচকদের ফেভারিট ছবির তালিকায় রয়েছে : ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ (ইওয়াকিম ত্রিয়ার, নরওয়ে/ডেনমার্ক), ‘দ্য সিক্রেট এজেন্ট’ (ক্লেবার মেনদোঙ্কা ফিলো, ব্রাজিল), ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ (জাফর পানাহি, ইরান), ‘নিউ ওয়েভ’ (রিচার্ড লিঙ্কলেটার, যুক্তরাষ্ট্র), ‘সাউন্ড অব ফলিং’ (মাশা শিলিনস্কি, জার্মানি)

‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন গাজা’ ছবির জন্য আরব ও টারজান নাসের হয়েছেন সেরা পরিচালক। চিলির ‘দ্য মিস্টিরিয়াস গেজ অব দ্য ফ্লামিঙ্গো’ সেরা চলচ্চিত্র ও কলম্বিয়ার ‘অ্যা পয়েট’ পেয়েছে জুরি প্রাইজ।

লা সিনেফ বিভাগে বিজয়ীরা : প্রথম পুরস্কার : ফার্স্ট সামার (হেয়ো গায়ং, দক্ষিণ কোরিয়া), দ্বিতীয় পুরস্কার : টুয়েলভ মোমেন্টস বিফোর দ্য ফ্ল্যাগ-রাইজিং সিরিমনি (জু জিজেং, চীন), তৃতীয় পুরস্কার (যৌথ) : সেপারেটেড (জাপান), উইন্টার ইন মার্চ (এস্টোনিয়া)।

অন্যান্য উল্লেখযোগ্য পুরস্কার: সেরা প্রামাণ্যচিত্র : ইমাগো (ফ্রান্স/বেলজিয়াম),পাম ডগ অ্যাওয়ার্ড : পান্ডা (দ্য লাভ দ্যাট রিমেইনস, আইসল্যান্ড), গ্র্যান্ড জুরি প্রাইজ (পাম ডগ) : পিপা (সিরেট, স্পেন), মাট মোমেন্ট : হিপ্পো (পিলিয়ন, যুক্তরাজ্য)।