রয়টার্স
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ এবং আন্তর্জাতিক মিত্ররা আগামী ১০ দিনের মধ্যে একটি যুদ্ধবিরতির পরিকল্পনা তৈরিতে কাজ শুরু করবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী সপ্তাহ বা ১০ দিনের মধ্যে একটি যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে কাজ করব’। এই ঘোষণা এসেছে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে বর্তমান নিয়ন্ত্রণরেখা ধরে একটি সমঝোতার প্রস্তাব দিয়েছেন।
জেলেনস্কি বলেন, ‘কিছু দ্রুত পদক্ষেপ দরকার। আমরা একটি কাঠামো তৈরির চেষ্টা করছি, যা বাস্তবসম্মত এবং রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পারে। জেলেনস্কি আরো জানান, ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্ষেপণাস্ত্রসহ এমন অস্ত্র চাচ্ছে, যেগুলোর জন্য দীর্ঘ প্রশিক্ষণের প্রয়োজন নেই। তার মতে, এই ধরনের অস্ত্র সরবরাহ রাশিয়াকে আলোচনায় বসতে বাধ্য করতে পারে। এ দিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা এই পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার গত সপ্তাহে বলেন, ‘আমরা একটি নির্দিষ্ট শান্তি পরিকল্পনার কাঠামো তৈরি করেছি, যা ২০২৫ সালের শেষ নাগাদ চূড়ান্ত করা সম্ভব’।



