আইপিএল দেখব না : পাইলট

ক্রীড়া প্রতিবেদক
Printed Edition

ভারতে গিয়ে খেলতে না যাওয়া, ভিন্ন ভেনু চাওয়া, আইপিএল সম্প্রচার বন্ধ। বিসিবি ও বাংলাদেশ সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সম্প্রচার বন্ধ নিয়ে পাইলট বলেন, ‘যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নাই সেই চ্যানেলটা বা সেই স্পোর্টস আমাদের দেখারও দরকার নাই। আমরা দেখবই না ওই খেলা কেননা আমরা ক্রিকেটকে ভালোবাসি। অল ওভার অল স্পোর্টসকে ভালোবাসি, কিন্তু আপনি যখন আমাদের নাগরিককে অসম্মান করবেন তখন ওইটা আমাদের এভয়েড (না দেখা) করাই উচিত।’

নিরাপত্তা নিয়ে পাইলটের বক্তব্য, ‘সাধারণ নাগরিক হিসেবে সেখানে একজন খেলোয়াড়কে যদি নিরাপত্তা না দেয়া যেতে পারে তাহলে যেকোনো একটা দুর্ঘটনা হতে পারে বোর্ড আইসিসিকে ভিন্ন ভেনুর কথা জানিয়েছে। এটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। আমরা বিশ্বকাপ খেলব আইসিসির অধীনে। দিনশেষে আইসিসি কতটা স্বচ্ছ থাকবে অস্বচ্ছ থাকবে (জানি না...)। এটা সত্য যে, আইসিসিতে বেশির ভাগই দাপট দেখাচ্ছে ভারত ক্রিকেট বোর্ড।’