ক্রীড়া ডেস্ক
বাংলাদেশকে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেয়ার সিদ্ধান্তের পর পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বয়কটের হুমকিও দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এর মাঝেই গতকাল ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল স্কোয়াড ঘোষণা করা হলেও সংবাদ সম্মেলনে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ করা এখনো নিশ্চিত নয় বলে জানান আকিব জাভেদ। তাতে বোঝা গেল, এখনো অবসান হয়নি নাটকীয়তার।
জাভেদ বলেন, ‘আমরা নির্বাচক। আমাদের কাজ হলো দল নির্বাচন করা। সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে আমরা স্কোয়াড দিয়েছি। আর বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে সরকার। আমাদের চেয়ারম্যানও একই কথা বলেছেন। তাই আমরা তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব।’
পাকিস্তান দল : সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাদাব খান, উসমান খান, উসমান তারিক, বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিরুু



