চট্টগ্রাম হবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য কেন্দ্র : আমীর খসরু

Printed Edition
চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর গণসংযোগ  : নয়া দিগন্ত
চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর গণসংযোগ : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম ১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল সোমবার সকালে ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বন্দর নিমতলা খালপাড় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি পূর্ব নিমতলা পশ্চিম নিমতলা হয়ে সিডিএ ৯ নং ব্রিজ, রোহিঙ্গা পাড়া, হিন্দু পাড়া ৩ নং ফকিরহাট, পশ্চিম গোসাইলডাঙ্গা এলাকাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় দলীয় নেতাকর্মী, যুবক, নারী, বৃদ্ধ ও সাধারণ ভোটাররা গণসংযোগে শামিল হন। তিনি সাধারণ ভোটারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপির দেশ পরিচালনার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রচারণায় তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নেয়া বিভিন্ন পরিকল্পনার সুযোগ-সুবিধা ভোটারদের কাছে তুলে ধরেন।

গণসংযোগে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর ও সমুদ্র অঞ্চল আন্তর্জাতিক ট্রেডিং পোর্টে পরিণত হবে। এটি শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমাদের আশপাশে যত দেশ আছে সবগুলোর সাথে এখান থেকে ব্যবসা-বাণিজ্য পরিচালিত হবে। এই অঞ্চল হবে সবার ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু।

নেতাকর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, এবারের নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি গণতন্ত্র রক্ষার লড়াই, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকতে হবে।

এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, বিএনপি নেতা মো: মুছা, মো: সবুর, বিএনপি নেতা জাহিদ হাসান, নুরুল আমিন, মো: হারুন, হুমায়ুন কবির সোহেল, আবু সাঈদ হারুন, মো: শাহজাহান, মো: নেজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।